মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সম্পর্কে সতর্ক হউন | How can we prevent money laundering?

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সম্পর্কে সতর্ক হউন | How can we prevent money laundering?

 

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সম্পর্কে সতর্ক হউন

মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন একটি শাস্তিযোগ্য অপরাধ। মানিলন্ডারিং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত এবং সমাজ বিপর্যস্ত করে। সন্ত্রাসে অর্থায়ন সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করে, দেশের স্থিতিশীলতা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করে। মানি লন্ডারিং এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের সাথে সংশ্লিষ্টতা ব্যক্তির পারিবারিক ও সামাজিক জীবনকে বিনষ্ট করে। আসুন আমরা সবাই মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়ন থেকে বিরত থাকি ও মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সম্পর্কে সচেতন হই ।

এ বিষয়ে সর্তকতা হিসেবে গ্রাহকের করণীয়:

·        হিসাব খোলা ও পরিচালনাকালে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে সহযোগিতা করা ।

·        লেনদেনের অর্থের উৎস ও প্রকৃত সুবিধাভোগী সম্পর্কিত তথ্য ও দলিলাদি সরবরাহ করা ।

·        হিসেবে অবৈধ লেনদেন এবং অন্য কারো অর্থের লেনদেন পরিহার করা।

·        অর্থ জমা ও উত্তোলনের ক্ষেত্রে জমাদানকারী ও উত্তোলনকারী (গ্রাহক ব্যতীত) পরিচিতির স্বপক্ষে দলিললাদি সরবরাহ করা।

·        ব্যক্তিগত তথ্য, পেশা, ঠিকানা, আয়ের উৎস ইত্যাদি পরিবর্তন হলে অনতিবিলম্বে ব্যাংকে অবহিত করা।

·        বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের এবং পণ্য/সেবার বিস্তারিত ও সঠিক তথ্য সরবরাহ করা।

·        রেমিটেন্স এর ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও দলিলাদি সরবরাহ করা।

·        ই-কমার্স লেনদেনের ক্ষেত্রে জেনে-বুঝে সতর্কতার সাথে লেনদেন করা।

·        ক্রেডিট কার্ডের মাধ্যমে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে অধিকতর সতর্ক থাকা।

·        ঋণের অর্থ নির্ধারিত খাতে সদ্ব্যবহার পূর্বক যথাসময়ে ঋণ পরিশোধ করা ।

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: