এটিএম থেকে রকেটের টাকা উত্তোলনের পদ্ধতি

এটিএম থেকে রকেটের টাকা উত্তোলনের পদ্ধতি

 

এটিএম থেকে রকেটের টাকা উত্তোলনের পদ্ধতি

“রকেট” ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা । ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের দেশব্যাপী বিস্তৃত শক্তিশালী এটিএম নেটওয়ার্ক রয়েছে। রকেট ব্যবহারকারীগণ রকেট একাউন্টের ব্যালেন্স ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই উত্তোলন করতে পারবেন। এই পর্বে আমরা ডিবিবিএল এটিএম বুথ ব্যবহার করে রকেটে টাকা উত্তোলনের পদ্ধতি সমূহ সম্পর্কে জানব

ডিবিবিএল এটিএম বুথ ব্যবহার করে রকেটে টাকা উত্তোলন করার উপায়
How to you withdraw money from rocket using DBBL ATM booths 

“রকেট” এ জমাকৃত অর্থ ডিবিবিএল এটিএম বুথ থেকে উত্তোলনের জন্য দুটি পদ্ধতি ব্যবহার করা যায়। একটি হচ্ছে রকেটের মেনু *322# ব্যবহার  উত্তোলনের রিকয়েস্ট প্রেরণ করা অপরটি হচ্ছে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে গিয়ে সরাসরি উত্তোলনে করা।  আমরা প্রথমেই এটিএম থেকে সরাসরি উত্তোলনের পদ্ধতি সম্পর্কে ।

 

এটিএম থেকে সরাসরি উত্তোলনের জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন:

·        নিকটস্থ ডিবিবিএল এটিএম বুথ ভিজিট করুন ।

·        এটিএম বুথের স্ক্রিন থেকে রকেট বরাবর বাটনটি কে প্রেস করুন ।

·        টাকা উত্তোলনের মাধ্যমে হিসেবে মোবাইল একাউন্ট থেকে উত্তোলনের জন্য নির্দিষ্ট অপশনটি বাছাই করুন।

·        আপনার ১২ ডিজিটের রকেট একাউন্ট নাম্বারটি প্রদান করুন।

·        আপনার রকেটের ৪ ডিজিটের পিন নাম্বারটি দিন ।

·        টাকার পরিমাণ লিখুন ।

·        পরবর্তী অপশনে আপনার মোবাইলে আইভিআর সিস্টেম থেকে একটি ভেরিফিকেশন কল আসবে, সেখানে আপনি পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনার রকেটের চার ডিজিটের পিন নাম্বারটি দিন।

·        সবকিছু ঠিকঠাক থাকলে তাৎক্ষণিক আপনার লেনদেনটি সফল হয়ে যাবে এবং টাকা চলে আসবে।


রকেট মেনু *322# ব্যবহার করে ডিবিবিএল এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের ধাপসমূহ:

·        ডয়াল করন *322#

·        ক্যাশ আউট (Cashout) অপশনটি নির্বাচন করুন ।

·        এটিএম ক্যাশ (From ATM) অপশনে প্রবেশ করুন ।

·        টাকার পরিমান লিখুন ।

·        আপনার পিন নম্বর প্রদান করুন ।

·        আপনার লেনদেনটি সফল হলে আপনার মোবাইলে তাৎক্ষণিক একটি এসএমএস রিসিভ করবেন এবং সেখানে একটি কোড নাম্বার উল্লেখ থাকবে। আপনি এই কোড নাম্বারটি দিয়ে আপনার নিকটস্থ ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে টাকা উত্তোলন করতে পারবেন ।

·        টাকা উত্তোলনের মাধ্যমে হিসেবে মোবাইল একাউন্ট থেকে উত্তোলনের জন্য নির্দিষ্ট অপশনটি বাছাই করুন।

·        রকেট থেকে টাকা উত্তোলনের জন্য কোড নাম্বার হতে উত্তোলন অপশনটি নির্বাচন করুন।

·        আপনার ১২ ডিজিটের রকেট একাউন্ট নাম্বারটি প্রদান করুন।

·        যথক্রমে কোড নম্বর, পিন নম্বর, টাকার পরিমান দিন।

·        সবকিছু ঠিকঠাক থাকলে তাৎক্ষণিক আপনার লেনদেনটি সফল হয়ে যাবে এবং টাকা চলে আসবে।

রকেট অ্যাপ ব্যবহার করে এটিএম থেকে টাকা উত্তোলন করতে হলে রকেট অ্যাপে লগইন করার পর এটিএম ক্যাশ আউট অপশন থেকে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন ।

সাধারণ রকেট গ্রাহকগণ থেকে প্রতিদিন ২৫ হাজার টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। যেকোনো তথ্য, লিমিট ও প্রক্রিয়া যেকোনো সময় পরিবর্তনশীল । বিস্তারিত তথ্য ও পরামর্শ জন্য কল করুন ডাচ বাংলা ব্যাংকের কল সেন্টারে। ডাচ বাংলা ব্যাংকের কল সেন্টারের কন্টাক্ট ইনফর্মেশন পেতে এখানে ক্লিক করুন........


 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: