
আইবিবিএল একাউন্টের মাধ্যমে সেলফিন একাউন্ট খোলার পদ্ধতি | How to register in Cellfin through IBBL account
সেলফিন (Cellfine) বাংলাদেশের সর্ববৃহৎ শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এর স্মার্টফোন ভিত্তিক ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম। এক কথায় বলতে গেলে সেলফিন ইসলামী ব্যাংকের একটি ডিজিটাল ওয়ালেট ও স্মার্টফোন ব্যবহারকারীরা এই সেবার মাধ্যমে ইসলামী ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সুবিধা গ্রহণ করতে পারবেন।
আইবিবিএল একাউন্টের মাধ্যমে সেলফিন একাউন্ট খোলার পদ্ধতি
How to register in Cellfin through IBBL account
সেলফিনে রেজিস্ট্রেশন করার জন্য প্রচলিত পদ্ধতিতে এনআইডি ভেরিফিকেশন করে একাউন্ট করার ঝামেলা এড়াতে সহজেই ব্যবহার করতে পারেন আপনার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একাউন্ট সমূহ । মাত্র কয়েকটি সহজ ধাপের মাধ্যমেই খুলতে পারবেন আপনার নিজের সেলফিন একাউন্ট ।
আইবিবিএল একাউন্টের মাধ্যমে সেলফিন একাউন্ট খোলার ধাপ সূমহ:
·
প্রথমে আপনার স্মার্টফোনে সেলফিন অ্যাপ ইন্সটল
করুন ওপেন করুন ।
·
রেজিস্টার অপশনে প্রেস করুন এবং রেজিস্টার উইথ
একাউন্ট (Register with Account) অপশনটিতে প্রবেশ করুন ।
·
পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনার মোবাইল নাম্বারটি
প্রদান করুন ও অপারেটর নির্বাচন করুন।
·
আপনার ব্যক্তিগত তথ্য গুলো সঠিকভাবে প্রদান করুন
।
·
আপনারে ১৭ ডিজিটের আইবিবিএল একাউন্ট নাম্বারটি
প্রদান করুন এবং ছয় সংখ্যার একটি পিন নাম্বার দিন।
·
আপনার মোবাইলে ওয়ান টাইম পাসওয়ার্ড সম্বলিত একটি
ওটিপি এসএমএস পাবেন তা ভেরিফাই করুন ।
সফলভাবে ওটিপি ভেরিফাই হয়ে গেলে আপনার কাজ শেষ। এবার আপনার একাউন্টটি অনুমোদন করার জন্য সংশ্লিষ্ট শাখা ভিজিট করুন ।
বিশেষ দ্রষ্টব্য:
·
সেলফিন একাউন্ট ও আইবিবিএল একাউন্ট উভয় অ্যাকাউন্টে
একই মোবাইল নাম্বার থাকতে হবে ।
·
আপনার অন্যান্য তথ্য গুলো আইবিবিএল একাউন্টে দেওয়া
তথ্যগুলো সাথে মিল রেখে প্রদান করুন ।
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: