এনএফসি টেকনোলজি কি ও কিভাবে কাজ করে? | What is NFC technology and how does it work?

এনএফসি টেকনোলজি কি ও কিভাবে কাজ করে? | What is NFC technology and how does it work?

 

What is NFC technology and how does it work?

নিয়ার-ফিল্ড কমিউনিকেশন (Near-field communication) বা এনএফসি টেকনোলজি হল হল যোগাযোগ প্রোটোকলের একটি সেট । এনএফসি ৪ সেমি (১১২ ইঞ্চি) বা তার কম দূরত্বে দুটি ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে যোগাযোগ করতে সক্ষম । এনএফসি টেকনোলজির অধীনে একটি সাধারণ সেটআপের মাধ্যমে ধীর গতির সংযোগ দিয়েই ওয়্যারলেস সংযোগ বুটস্ট্র্যাপ করতে ব্যবহার করা যায় ।

এনএফসি টেকনোলজি কিভাবে কাজ করে?
How does NFC technology work?

এনএফসি টেকনোলজি ব্যাংকিং খাতে নিয়ে এসেছেন আধুনিকতার ছোঁয়া । ব্যাংকিং বা আর্থিক খাতে বর্তমানে এনএফসি টেকনোলজি ব্যবহৃত হচ্ছে পস্ অ্যাকুরিং (POS Acquiring Service) সেবার ক্ষেত্রে । আমাদের ব্যস্ত জীবনের মূল্যবান সময় সাশ্রয়ের জন্য এনএফসি প্রযুক্তির পস্ মেশিন (POS Machine) প্রদান করছে কন্টাক্টলেস (Contactless) পেমেন্ট সুবিধা । এনএফসি প্রযুক্তি সম্বলিত পস্ টার্মিনালে পেমেন্ট করার জন্য কার্ড পস্ মেশিনে প্রবেশ বা সোয়াইপ করার কোন প্রয়োজন নেই। এনএফসি সমর্থিত ব্যাংক কার্ড মেশিনের কাছাকাছি একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে কার্ডটি আনলেই উক্ত এএনএফসি পস্ মেশিন স্বয়ংক্রিয়ভাবে কার্ডের তথ্য রিড করবে। এনএফসি টেকনোলজির পস্ মেশিন ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট পর্যন্ত কোন পিন নাম্বার প্রদান করার প্রয়োজন হয়না ।

এনএফসি টেকনোলজির সুবিধা ব্যবহার করার জন্য আপনার কার্ড এবং আপনি যে পস্ টার্মিনাল ব্যবহার করছেন তা অবশ্যই এনএফসি সমর্থিত হতে হবে । আপনার কার্ডটি এনএফসি সমর্থিত কিনা সেটি জানার জন্য আপনার কার্ডের সামনে এবং পিছনে এনএফসি এর সাইন বা প্রতীক আছে কিনা তা লক্ষ্য করুন। এনএফসির প্রতীক অনেকটাই ওয়াইফাই সিগন্যালের মত দেখতে। এছাড়াও আপনি চাইলে আপনার কার্ড ইস্যুয়ার ব্যাংকের কল সেন্টারে কল করে তা জেনে নিতে পারেন ।

সতর্কতাঃ কোন পরিস্থিতিতেই মার্চেন্ট এর নিকট আপনার কার্ডের পিন নম্বর শেয়ার করবেন না । পস্ মেশিনে পিন নাম্বার প্রদানের সময় অপর হাত দিয়ে কিবোর্ড ঢেকে রাখুন । যাতে আপনার প্রদানকৃত পিন নম্বর অন্য কেউ দেখতে না পারে।

অর্থিক সুরক্ষা ও নিরাপত্তা সম্পর্কিত সর্ম্পকিত আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.....

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: