বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট কি? | What is bKash Personal Retail Account?

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট কি? | What is bKash Personal Retail Account?

 

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট কি? | What is bKash Personal Retail Account?

বিকাশ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহৃত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস । আমরা যখন কোন সুপারশপ, ই-কমার্স স্টোর বা অন্য কোন রিটেইল শপ থেকে কোন পণ্য বা সেবা নিয়ে বিকাশের মাধ্য বিল পেমেন্ট করি, তখন আমরা উক্ত বিক্রেতার বিকাশ মার্চেন্ট একাউন্টে তা পেমেন্ট করে থাকি। বিকাশের মার্চেন্ট একাউন্ট খোলার জন্য বেশ কিছু শর্ত রয়েছে যা মেনে মার্চেন্ট একাউন্ট খুলতে হয় । তবে যারা নিতান্তই ছোট ব্যবসায়ী বা প্রান্তিক ব্যবসায়ী তাদের জন্য বিকাশ নিয়ে এসেছে বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট । বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট হলো, ক্ষুদ্র ব্যবসায়ী, ভাসমান উদ্যোক্তা এবং অনলাইন ভিত্তিক উদ্যোক্তাদের জন্য বিকাশ এর পক্ষ থেকে এমন একটি একাউন্ট, যার মাধ্যমে খুব সহজেই এবং দ্রুত একাউন্ট খোলা যাবে এবং গ্রাহকদের কাছ থেকে পণ্য এবং সেবা প্রদানের বিপরীতে পেমেন্ট নেয়া যাবে। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা যাচাই 'অফলাইন' উদ্যোক্তার জন্য প্রযোজ্য নয়। একাউন্ট খোলার জন্যে আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বারের মালিকানার প্রমাণ অবশ্যই প্রয়োজন।

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্টের সুবিধাসমূহ
Benefits of bKash Personal Retail Account

·        বিকাশ নির্ধারিত এজেন্সির মাধ্যমে অথবা আবেদনকারী নিজেও সেলফ রেজিস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে ঘরে বসেই একাউন্ট খুলতে পারবেন

·        বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে কোনো ট্রেড লাইসেন্স এর প্রয়োজন নেই্। যেখানে সাধারন মার্চেন্ট খুলতে   ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক।

·        আবেদনকারী তার ব্যক্তিগত বিকাশ একাউন্ট এর পাশাপাশি একই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নতুন মোবাইল নাম্বার দিয়ে পার্সোনাল রিটেইল একাউন্ট খুলতে পারবেন

·        একজন পার্সোনাল রিটেইল একাউন্ট হোল্ডারকে, গ্রাহক তার বিকাশ অ্যাপ থেকে, *২৪৭# ডায়াল করে কিংবা পেমেন্ট গেটওয়ে এবং পেমেন্ট লিংক ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন

·        পার্সোনাল রিটেইল একাউন্ট হোল্ডার, যেকোনো বিকাশ কাস্টমার কে টাকা পাঠাতে পারবেন

·        পার্সোনাল রিটেইল একাউন্ট হোল্ডার, যেকোনো সময় বিকাশ এজেন্ট অথবা অনুমোদিত এটিএম এর মাধ্যমে টাকা উঠাতে পারবেন 

·        একজন পার্সোনাল রিটেইল একাউন্ট হোল্ডার, আরেকজন পার্সোনাল রিটেইল একাউন্ট হোল্ডারকে, অথবা  বিকাশ এর অন্য যেকোনো মার্চেন্টকে  ব্যবসায়িক প্রয়োজনে টাকা পাঠাতে পারবেন

·        একজন পার্সোনাল রিটেইল একাউন্ট হোল্ডার, বিকাশ মার্চেন্ট অ্যাপ অথবা বিকাশ এর অন্যান্য পেমেন্ট প্লাটফর্ম ব্যবহার করতে পারবেন, যা কিনা তার ব্যবসার পরিধি বৃদ্ধিতে সহায়তা করবে

·        একাউন্ট সফলভাবে খোলার সাথে সাথেই আপনি পেমেন্ট গ্রহণ করতে পারবেন

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট - কারা রেজিস্ট্রেশন করতে পারবেন?
Who can register for bKash Personal Retail Account?

·        আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক হতে হবে

·        আবেদনকারীর বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব হতে হবে

·        আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র থাকতে হবে

·        আবেদনকারীর নিজের ছবি বা সেলফি তুলতে হবে।

·        আবেদনকারীর মোবাইল সিমের মালিকানার প্রমানপত্র থাকতে হবে 

·        আবেদনকারীর ক্ষুদ্র, অতিক্ষুদ্র অথবা প্রান্তিক ব্যবসায়ী হতে হবে

·        আবেদনকারীর ব্যবসায়িক ঠিকানা যদি রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অথবা কক্সবাজার জেলায় হয়, তাহলে অবশ্যই পেশার প্রমানপত্র সংযুক্ত (/আপলোড) করতে হবে

·        আবেদনকারীর নিজ নামে নিবন্ধিত একটি বৈধ মোবাইল নাম্বার যাতে কোন বিকাশ একাউন্ট ইতিমধ্যে খোলা নেই, তা বিকাশ পার্সোনাল একাউন্ট একাউন্ট খোলার জন্য ব্যবহার করতে হবে

·        আবেদনকারীর ইউটিলিটি বিলের কপি সংযুক্ত করতে পারেন । তবে এখনো পর্যন্ত এটি বাধ্যতামূলক নয়, এটি ঐচ্ছিক ।

·        আবেদনকারীর যাকে নমিনি হিসেবে নির্বাচন করবেন তার নাম আপনার জাতীয় পরিচয়পত্রে (যেমনঃ পিতা/মাতা/স্বামী/স্ত্রী) উল্লেখ থাকলে, নমিনির জাতীয় পরিচয়পত্রের ছবি সংযুক্ত করা ঐচ্ছিক; অন্যক্ষেত্রে (যেমনঃ ভাই/বোন/ছেলে/মেয়ে/অন্যান্য) নমিনির জাতীয় পরিচয়পত্রের ছবি সংযুক্ত করা আবশ্যক হবে

·        ছবি/স্ক্রিনশট সংযোজনের ক্ষেত্রে অবশ্যই JPEG/JPG ফরম্যাটে সংযোজন করতে হবে এবং ফাইল সাইজ ১০ মেগাবাইট এর মধ্যে রাখতে হবে ।

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিস্ট্রেশন করার পদ্ধতি
What is the procedure to register bKash Personal Retail Account?

·        বিকাশ ওয়েবসাইট থেকে 'বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট' - ক্লিক করুন

·        নিয়ম শর্তসমূহে সম্মতি দিয়ে আবেদন করুন

·        যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান, তা দিন; এবং অপারেটর সিলেক্ট করুন

·        এসএমএস আসা 'রেজিস্ট্রেশন ভেরিফিকেশন কোড' দিয়ে মোবাইল নাম্বার যাচাই করুন

·        এবার একটি রেজিস্ট্রেশন ফর্মে ব্যাক্তিগত তথ্য দিন

·        তারপর আপনার ব্যবসা সংক্রান্ত তথ্য দিন

·        আপনার নমিনি সম্পর্কে তথ্য দিন আপনার পিতা/মাতা, ভাই/বোন, স্বামী/স্ত্রী অথবা ছেলে/মেয়ে/অন্যান্য যার বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব তারা নমিনি হতে পারবেন

·        এবার আপনার নিজের ছবি তুলুন প্রয়োজনীয় কিছু ছবি বা স্ক্রিনশট আপলোড করুন

·        সবশেষে রেজিস্ট্রেশনের জন্য তথ্য জমা দিন

·        এরপর আবেদন আইডি সহ একটি অভিনন্দন বার্তা পাবেন আবেদন আইডি দিয়ে আপনার আবেদন এর স্ট্যাটাস দেখতে পারবেন

·        আপনার প্রদত্ত সব তথ্য যাচাই বাছাই শেষে আবেদনটি গ্রহণ করে বিকাশ পার্সোনাল একাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং আপনি একটি 'অভিনন্দন' বার্তা এসএমএস -এর মাধ্যমে পাবেন

·        এরপর  *২৪৭# ডায়াল করে, একাউন্টের পিন সেট করে ব্যবহার শুরু করতে পারবেন

·        বর্তমানে সফলভাবে একাউন্ট খোলার পর প্রতি লেনদেনের লিমিট উপভোগ করা ১০,০০০ টাকা পর্যন্ত

ভেরিফিকেশন কোড' দিয়ে ঠিকানা যাচাই করার পদ্ধতি
How to Verify Address with 'Verification Code'

আপনার ব্যবসায়িক ঠিকানায় প্রেরিত 'ওয়েলকাম লেটার' - প্রদত্ত কোডটি দিয়ে খুব সহজেই আপনার ব্যবসায়িক ঠিকানা যাচাই করতে পারবেন ব্যবসায়িক ঠিকানা যাচাই করতে হোম পেইজ থেকে নির্ধারিত লিংকে প্রবেশ করুন এখন আপনার 'মোবাইল নাম্বার', 'ভেরিফিকেশন কোড' এবং 'জন্ম তারিখ' লিখুন আপনার প্রদত্ত তথ্যগুলো সঠিক হলে আপনার ব্যবসায়িক ঠিকানার ভেরিফিকশন হয়ে যাবে এবং আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেনভেরিফিকেশন কোড হারিয়ে গেলে আপনি বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে যোগাযোগ করুন

সম্মানিত সূধী, বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট সম্পর্কিত ব্যাংকিং যাচ্ছে প্রকাশিত এই কনটেন্টে সম্পূর্ণভাবে বিকাশের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে । প্রকাশিত তথ্যে কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে এর জন্য ব্যাংকিং টাচ কর্তৃপক্ষ দায়ী নয় । এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য কল করুন বিকাশ হেল্পলাইনে । বিকাশ হেল্পলাইনের যোগাযোগ নম্বর পেতে এখানে ক্লিক করুন .......

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: