ফিক্সড ডিপোজিটের সুবিধা ও অসুবিধা

ফিক্সড ডিপোজিটের সুবিধা ও অসুবিধা

 

ফিক্সড ডিপোজিটের সুবিধা ও অসুবিধা

ফিক্সড ডিপোজিট (Fixed deposit) হল একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ব্যাংকে অর্থ গচ্ছিত রাখা। ফিক্সড ডিপোজিট নামটি ছা্ড়া্ও এটি স্থা্য়ী আমানত বা ফিক্সড ডিপোজিট রিসিপ্ট (এফডিআর)-Fixed Deposit Receipt (FDR) নামে অবহিত। ফিক্সড ডিপোজিট একাউন্ট টার্ম ডিপোজিট ক্যাটাগরীর একাউন্ট। ব্যাংকে অর্থ ফিক্সড ডিপোজিট করে রাখা হলে  নির্দিষ্ট মেয়াদের জন্য ভিন্ন ভিন্ন হারে ইন্টারেস্ট/প্রফিট প্রদান করা হয়। সাধারন সঞ্চয়ী হিসাব এর চেয়ে ফিক্সড ডিপোজিট হিসাবে ইন্টারেস্ট/প্রফিট এর হার বেশি হওয়ায় অনেক গ্রাহক ব্যাংকে অধিক পরিমাণ অর্থ দীর্ঘমেয়াদী বা নির্দিষ্ট সময়ের জন্য গচ্ছিত রাখার ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট  করে থাকে।

ফিক্সড ডিপোজিট এর মেয়াদ (Term of fixed deposit):

ব্যাংক অনুসারে বিভিন্ন মেয়াদে ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে। ফিক্সড নির্দিষ্ট দিন, মাস ও বছর ভিত্তিক হয়ে থাকে। ফিক্সড ডিপোজিট করার জন্য গ্রাহকগন তাদের সুবিধা অনুযায়ী একটি সময় বেছে নিতে পারেন। স্কিমের সময় ও শর্তের উপর ভিত্তি করে ইন্টারেস্ট/প্রফিট হারের পরিবর্তন হতে পারে। নির্দিষ্ট মেয়াদী স্কিম ছাড়াও দ্বিগুণ-তিনগুণ ভিত্তিক আমানত বৃদ্ধির প্রকল্প রয়েছে বিভিন্ন ব্যাংকের। যার অধীনে গ্রাহকগন তাদের এককালীন গচ্ছিত আমানত ব্যাংকের বেধে দেওয়া সময়-সীমা শেষ চুক্তিনুযায়ী আমানতের দ্বিগুণ বা তিনগুণ অর্থ পেতে পারেন।   

ফিক্সড ডিপোজিট এর শ্রেণীবিভাগ (Type of fixed deposit):

বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে। স্কিমভেদে এর সুবিধাগুলো ভিন্ন হয়ে থাকে। প্রচলিত পদ্ধতির ছাড়াও বর্তমানে বিভিন্ন ব্যাংক বিশেষ ধরনের কিছু ফিক্সড ডিপোজিট স্কিম চালু করছে যার অধীনে গ্রাহকগণ মেয়াদপূর্তির আগেই তার ইন্টারেস্ট গ্রহণ করতে পারে। এই সুবিধার ফলে গ্রাহকদের ইন্টারেস্ট বা প্রফিটের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন হয় না। এছাড়াও প্রতি মাসে আপনার সঞ্চয়ের বিপরীতে ইন্টারেস্ট/প্রফিট অর্জনের জন্য অনেক ব্যাংক মান্থলি ইন্টারেস্ট পেয়িং ফিক্সড ডিপোজিট (Monthly Interest Paying fixed deposit) অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান করে, যার ফলে গ্রাহক প্রতিমাসে চুক্তি অনুযায়ী ইন্টারেস্ট/প্রফিট গ্রহণ করতে পারে ।  

ফিক্সড ডিপোজিট এর সুবিধা (Features of fixed deposit):

·        সাধারণ সঞ্চয়ী হিসাবের চেয়ে অধিক ইন্টারেস্ট/প্রফিট

·        ফিক্সড ডিপোজিট করার পর ব্যাংকের আমানতের হার হ্রাস পেলেও তা চলমান হিসেবে কোনো প্রভাব ফেলবে না।

·        মেইনটেনেন্স চার্জের ঝামেলা নেই

·        আমানতের বিপরীতে লোন/ওভারড্রাফট এর সুবিধা

·        আমানতের বিপরীতে ক্রেডিট কার্ড গ্রহণের সুবর্ণ সুযোগ

·        জরুরী প্রয়োজনে মেয়াদপূর্তির আগেই হিসাব বন্ধ করা (Early encashment) করা যায়

·        ফিক্সড ডিপোজিট এর বিপরীতে বিভিন্ন সময় ব্যাংকগুলো গ্রাহকদের বিভিন্ন স্পেশাল সুবিধা উপভোগ করার সুযোগ দিয়ে থাকে।

ফিক্সড ডিপোজিট এর অসুবিধা (Disadvantages of fixed deposit):

·        ব্যাংক কর্তৃক নির্ধারিত পরিমাণ টাকার এর নিচে হিসাব খোলা যায় না

·        ব্যাংক ভেদে মেয়াদপূর্তির আগে হিসাব বন্ধ (Early encashment) করার ক্ষেত্রে জরিমানা প্রদান করতে হয়

·        মেয়াদপূর্তির আগে হিসাব বন্ধ (Early encashment) করা হলে কাঙ্খিত হারে ইন্টারেস্ট/প্রফিট পাওয়া যায় না

·        সঞ্চয়ী হিসাবের মতো ইচ্ছে অনুযায়ী জমা বা উত্তোলন করা যায় না

·        আমানতের বিপরীতে কোন কিছু লিয়েন করা থাকলে সেটি নিষ্পত্তি না করা পর্যন্ত আমানতের টাকা ফেরত পাওয়া যায় না।*

·        ফিক্সড ডিপোজিট করার পর ব্যাংকের আমানতের হার বৃদ্ধি পেলেও তা চলমান হিসেবে কোনো প্রভাব ফেলবে না।

* লিয়েন বলতে আমানতের বিপরীতে ক্রেডিট কার্ড, লোন/বিনিয়োগ, ওভারড্রাফট  সুবিধা গ্রহণ করাকে বুঝাচ্ছে।

ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত জানতে আপনার কাঙ্খিত ব্যাংকের কল সেন্টারে যোগাযোগ করুন। আপনার কাঙ্খিত ব্যাংকের কল সেন্টারের নম্বরটি পেতে এখানে ক্লিক করুন.........

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন...... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......