ব্যাংকে আন্ত-শহর (Inter-city) লেনদেনের জন্য অনলাইন ট্রানজেকশন চার্জ নিচ্ছে অধিকাংশ ব্যাংক। অনলাইনে সামান্য কিছু চার্জ প্রদান করে আন্ত-শহর (Inter-city) লেনদেন করার সুযোগ এক সময় দেশের মানুষের জন্য আশীর্বাদ হলেও এখন তা একটি অস্বস্তির কারণ। বিশেষ করে ছোট ছোট লেনদেন গুলোতে এই অস্বস্তি আরও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করে অনেককেই।
আজ ২০২২ সালের এই সময় আমাদের দেশের ব্যাংকগুলো ঢোল পিটিয়ে আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা প্রদান করার বুলি শুনিয়ে যাচ্ছে। ব্যাংকগুলোর আইটি সেক্টর, কোর ব্যাংকিং সফটওয়্যার ও অ্যন্যান্য টেকনোলজি দিন দিন উন্নত হলেও পূর্বের ন্যায় এখনো মানুষকে গুনতে হয় এক শাখা থেকে অন্য শা্খায় অর্থ জমা করার জন্য আন্ত-শহর (Inter-city) ট্রানজেকশন চার্জ।
অনলাইন ট্রানজেকশনের চার্জ কর্তনের ক্ষেত্রে ব্যাংগুলো তার শাখা সূমহকে বিভিন্ন জোনে ভাগ করে থাকে। অধিকাংশ ব্যাংক সংশ্লিষ্ট গ্রাহক তার জোনের আওতাধীন শাখার মধ্যে কোন শাখায় লেনদেন হলে তার জন্য অনলাইন ট্রানজেকশন ফি বা রিমোর্ট ডিপাজিট ফি আদায় না করলেও জোনের বাহিরে থেকে লেনদেন করতে হলেই গুণতে হয় অতিরিক্ত ফি।
বর্তমানে ব্যাংকিং ব্যবস্থার এত উন্নয়ন ও আমাদের দেশের তথ্য প্রযুক্তি খাতের এই উন্নয়নের পরেও যখন ব্যাংগুলো আমাদের কাছ থেকে ৫০০ টাকা লেনদেনের জন্যও ভ্যাট সহ ৫৭ টাকা চার্জ করে, তাহলে বলতেই হয় যে, তথ্য প্রযুক্তির এই উন্নয়নের জোয়ার কোন সমূদ্রে বইছে? ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির কল্যাণে যেখানে মানুষের যোগাযোগ ব্যবস্থা বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে মুহূর্তের মধ্যেই সম্পন্ন করতে পারছে, সেখানে কয়েক কিলোমিটার দূরত্বের এক শাখা থেকে আরেক শাখা লেনদেনের জন্য গ্রাহকের কাছ থেকে আন্ত-শহর (Inter-city) চার্জ নেওয়া কতটা যৌক্তিক? ব্যাংকগুলো আন্ত-শহর(Inter-city) চার্জ নামে যে ফি গ্রাহকের নিকট থেকে আদায় করছে তা কি আসলেও ব্যাংক কেবল ঐ লেনদেনের জন্যই এর কোন অংশ কি আদৌও খরচ করছে?
কিছু কিছু ব্যাংকের ন্যূনতম একটি পরিমাণ লেনদেনের ক্ষেত্রে কোন প্রকার অনলাইন চার্জ করে না, আবার অনেক ব্যাংক শর্তসাপেক্ষ অনলাইন চার্জ ফ্রি করে থাকলেও তা অতি নগণ্য।আজ ২০২২ সালের এই সময়ে যেখানে মোবাইল ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল ফিনটেক সেবা নিয়ে প্রোভাইডারগন গ্রাহকদের বিভিন্ন আর্থিক লেনদেনের সুবিধা দিচ্ছে সেখানে ব্যাংকগুলোকে এখন আন্ত-শহর (Inter-city)চার্জ বিবেচনায় আনা উচিৎ। অন্ততপক্ষে ক্ষুদ্র লেনদেনগুলোকে বিনামূল্যে করার সুযোগ অথবা সহনশীল চার্জ নির্ধারণ করে সম্মানীত গ্রাহকদের স্বাচ্ছন্দে ও স্বতঃস্ফূর্তভাবে লেনদেন করার সুযোগ দেওয়া উচিত।
এস এম শামীম হাসান
www.facebook.com/smshamimhasanbd
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |