কেন ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট অন্যান্য লোনের চেয়ে অধিক?

কেন ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট অন্যান্য লোনের চেয়ে অধিক?

  

Why Credit Card interest rate is higher than others loan

কেন ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট অন্যান্য লোনের চেয়ে অধিক? অনেকেই বারবার এই একই প্রশ্নটি করেছেন। বর্তমানে বাংলাদেশে ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট ২০%, যেখানে অন্যান্য লোনের সর্বোচ্চ ইন্টারেস্ট ৯%। কেন এই বৈষম্য? ক্রেডিট কার্ড এবং অন্যান্য লোনের মধ্যে ইন্টারেস্ট রেটের পার্থক্য শুধু বাংলাদেশে নয়। বিশ্বের প্রায় দেশের ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট অন্যন্য লোনের তুলনায় বেশি।

এখন আমরা এটি ব্যাখ্যা করার চেষ্টা করছি:

অনিরাপদ লোন (Unsecured Loan) : লোন দেয়া হয় কোন কিছুর জামানত/Security রেখে (পার্সোনাল লোন ব্যাতীত) ক্রেডিট কার্ডে এই জামানত রাখার কোন কিছু নেই, শুধু আপনার আয়ের উপর কিছু ডকুমেন্টসের উপর ভিত্তি করে দেয়া হয়।

২। খেলাপির পরিমান (Defaulter Percentage) : লোন এর ক্ষেত্রে যদি না সব টাকা ফেরত দিতে পারে তাইলে তার জামানত দিয়ে সেটি পুরন করা হয় কিন্তু ক্রেডিট কার্ডে এমন কিছু করা হয় না Secured Card ছাড়া

৩। ব্যাংকের ঝুকি (Bank’s Risk) : লোনে ব্যাংকের রিস্ক থাকে % কারন যদি  না সব টাকা ফেরত দিতে পারে তাইলে তার জামানত দিয়ে সেটি পুরন করা হয় এতে ১০০টাকা উদ্ধার করা সম্ভব, কিন্ত ক্রেডিট কার্ডের না ক্রেডিট কার্ডে রিস্ক থাকে ১০০%

. নিরপেক্ষ তহবিল (Equity Fund): ব্যাংক লোন দিলে একবারই এককালীন টাকা দেয়া হয়, এতে করে ব্যাংকের ফান্ডে তেমন প্রভাব পরে না তবে ক্রেডিট কার্ডের জন্য ব্যাংকে সব সময় ফান্ড রাখতে হয় কারন আপনি যদি Merchants থেকে কোন কিছু কিনেন তাইলে ব্যাংক তখনই ওই Merchant কে টাকা দিয়ে দেয় তাই ব্যাংকে এই অনুযায়ী টাকাও সবসময় রাখা লাগে

[ক্রেডিট কার্ডের সেবার ধরননুযায়ী ও আমরা এনালাইসিস করার চেষ্টা করেছি। উপরোক্ত কারন সূমহ ছাড়াও কোন কারন থাকতে পারে]


 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......