ব্যাংক এশিয়া স্বাধীন ফ্রীলান্সার প্রিপেইড মাস্টারকার্ড
অনলাইনে আয়কৃত ফ্রিল্যান্সারদের অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে আনার জন্য ব্যাংক এশিয়া নিয়ে এলো "স্বাধীন" মাস্টারকার্ড।
“স্বাধীন” কার্ডের
সুবিধা :
·
ব্যাংক এশিয়া “স্বাধীন” মাস্টারকার্ড একটি ডুয়েল কারেন্সি কার্ড। আপনি বাংলাদেশি
“টাকা” এবং ইন্টারন্যাশনাল “USD” কারেন্সী তে লেনদেন করতে পারবেন।
·
ব্যক্তি এবং কোম্পানি উভয় নামে এই কার্ড ব্যবহার
করা যাবে।
·
অর্জিত বৈদেশিক মুদ্রার ৭০% পর্যন্ত “স্বাধীন” কার্ডে রেখে দেয়ার সুবিধা যার মাধ্যমে অনলাইন বা ই-কমার্স
লেনদেন করার সুযোগ থাকছে।
·
কার্ড হোল্ডারদের জন্য বীমা সুবিধা থাকছে।
·
শতভাগ দেশিয় মুদ্রায় রূপান্তরের সুযোগ যার মাধ্যমে
দেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সারদের অর্জিত বৈদেশিক মুদ্রার পূর্ণ ব্যবহার ও বিনিয়োগ
নিশ্চিত হবে।
·
দেশে এবং দেশের বাইরে ATM এবং POS মেশিনের মাধ্যমে
টাকা উত্তোলন এবং পেমেন্ট সুবিধা
·
ই-কর্মার্স এবং অনলাইনে সব ধরনের কেনাকাটা (বাংলাদেশ
এবং আন্তর্জাতিক)
·
কার্ডে মাইক্রোচিপ সংযুক্ত থাকবে যা, ডাটা সিকিউরিটি
এনশিওর করবে
·
টাকা জমা, পেমেন্ট আসা এবং টাকা উত্তোলন সহ প্রতিবার
ট্রানজেকশনে ফ্রি SMS এলার্ট
· ২৪ ঘন্টা কল সেন্টার সার্ভিস
স্বাধীন কার্ড নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজ পত্র:
·
পূরণকৃত কার্ড আবেদন পত্র
·
জাতীয় পরিচয়পত্র / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স
·
TIN
সার্টিফিকেট/ ট্যাক্স রিটার্ন কপি
·
দুই কপি রঙিন ছবি
· কাজের আদেশ/ মার্কেট প্লেস ID নম্বর/ পেমেন্ট রিসিভ কপি/ ফ্রীলান্সিং নিশ্চিত করা কাগজ পত্র
স্বাধীন” মাস্টারকার্ড
সম্পর্কে বিস্তারিত জানতে কল করুন ব্যাংক এশিয়া লিমিটেড এর ২৪/৭ কল সেন্টারে। ব্যাংক
এশিয়া লিমিটেডের কল সেন্টারের তথ্যের জন্য এখানেক্লিক করুন………
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |