
একই ব্যাংকে কি একাধিক একাউন্ট খোলা যাবে? | Can I open more than one account in same bank?
একজন ব্যক্তি একটি ব্যাংকে একই অ্যাকাউন্ট একাধিকবার খুলতে পারবেন কিনা এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক বার জানতে চেয়েছেন । আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
একজন ব্যক্তি একই ব্যাংকে, একই একাউন্ট একাধিকবার খুলতে পারবেন কিনা এটি নির্ভর করছে ওই ব্যক্তি কোন ব্যাংকের সাথে ব্যাংকিং করছেন এবং তিনি বর্তমানে কোন প্রোডাক্টটি ব্যবহার করছেন এবং এই প্রোডাক্টটি উক্ত ব্যাংকের পলিসি অনুযায়ী একাধিকবার খোলার সুযোগ আছে কিনা তার উপরে । উদাহরণস্বরূপ বলতে পারি, ডিপিএস বা ফিক্সড ডিপোজিট একাউন্ট সাধারণত প্রায় সকল ব্যাংকেই একাধিক অ্যাকাউন্ট একইসাথে খোলা যায় । অপরদিকে ট্রানজাকশনাল একাউন্ট যেমন সেভিংস একাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টগুলো বেশিরভাগ ব্যাংকেই একই সাথে একাউন্ট একাধিক একাউন্ট খোলার সুযোগ দেয়না ।
তবে ব্যাংক ভেদে এটি ভিন্ন হতে পারে। যেমন কিছু কিছু ব্যাংকে একটি শাখায় একটি অ্যাকাউন্ট থাকলেও অন্য কোন শাখায় সেটি আবার খোলা যায়, কিন্তু ওই শাখায় আর খোলা যায়না। আবার কিছু ব্যাংক রয়েছে উক্ত ব্যাংকের যে কোন একটি একাউন্ট খোলা থাকলেই ওই গ্রুপের একাউন্ট উক্ত ব্যাংকের অন্য কোন শাখা থেকে আর খোলা যায় না । এবং সে ক্ষেত্রে অন্য কোন শাখা থেকে একাউন্ট খুলতে হলে তাকে বিদ্যমান অ্যাকাউন্টটি ক্লোজ করে নতুন একাউন্ট খুলতে হয় অথবা ওই ব্যাংকের যদি অন্য কোন প্রোডাক্ট থাকে তাহলে তাকে সেই প্রোডাক্টটি গ্রহণ করতে হয় ।
যেমন, আপনি সিটি ব্যাংকের গুলশান শাখায় একটি জেনারেল সেভিংস একাউন্ট রয়েছে । আপনি এখন বনানী শাখা থেকে এই জেনারেল সেভিংস একাউন্ট আর খুলতে পারবেন না । আপনাকে যদি একাউন্ট খুলতেই হয় তাহলে গুলশান শাখায় যে একাউন্টে রয়েছে সেটি বন্ধ করে তারপর আপনি বনানী শাখায় নতুন একাউন্ট খুলতে হবে । অথবা সিটি ব্যাংকের অন্য গ্রুপের যে প্রোডাক্ট গুলো রয়েছে সেখান থেকে আপনি একটি চয়েজ করে নিতে পারেন। যেমন আপনি চাইলে সিটি ব্যাংকের হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন বা অন্য কোন একটি অ্যাকাউন্ট খুলতে পারেন । অর্থাৎ একই গ্রুপের পণ্য একাধিকবার গ্রহণ করার সুযোগ তারা দেয় না ।
এই পদ্ধতিটি অনেক ব্যাংক ব্যবহার করলেও কিছু ব্যাংকে এমনটা নাও হতে পারে । সেজন্য এই প্রশ্নের উত্তরটি সোজাসুজিভাবে দেওয়া মুশকিল। এ প্রশ্নটির সঠিক উত্তর তখনই দেওয়া সম্ভব যখন নির্দিষ্টভাবে কোন ব্যাংককে বুঝানো হবে তখন ।
সাধারণভাবে বলা যায়, ট্রানজেকশনাল একাউন্ট এর ক্ষেত্রে একটি ব্যাংক একই প্রোডাক্ট একাধিকবার ব্যবহার করার সুযোগ খুব কম সংখ্যাক ব্যাংকই দিয়ে থাকে । তবে এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নেয়াই উত্তম ।
আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ।
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: