ইসলামী ব্যাংক এমক্যাশ | Islami Bank mCash

ইসলামী ব্যাংক এমক্যাশ | Islami Bank mCash

 

ইসলামী ব্যাংক এমক্যাশ | Islami Bank mCash

এমক্যাশ (mCash) হল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মোবাইল ব্যাংকিং সেবা। দেশব্যাপী মোবাইল নেটওয়ার্ক কভারেজের সুবিধা গ্রহণের মাধ্যমে ব্যাংকিং সুবিধাবঞ্চিত ব্যক্তিদের ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এমক্যাশ চালু হয়েছে। এমক্যাশ  একাউন্ট *259# ইউএসএসডি কোড ডয়াল করে যেকোন অপারেটর থেকে এমক্যাশ  এর বিভিন্ন সেবা ব্যবহার করা যায় । তাছাড়াও ইসলামী ব্যাংক এর এমক্যাশ অ্যাপ ও সেলফিল অ্যাপের মাধ্যমেও এমক্যাশে অ্যাক্সেস করা যায় ।   

ইসলামী ব্যাংক এমক্যাশ এর সুবিধা
Benefits of Islami Bank mCash

·        দেশের যেকোন স্থান থেকে মোবাইল ব্যাংকিং সুবিধা ।

·        ক্যাশ ইন ও ক্যাশ আউট সুবিধা ।

·        সেলফিন অ্যাপ থেকে ইনস্ট্যান্ট একাউন্ট খোলা যায় ।

·        এমক্যাশ অ্যাপের মাধ্যমে সহজে হিসাব পরিচালনা ।

·        *259# ইউএসএসডি কোড ডয়াল করে এমক্যাশ  সেবা ব্যবহার করা যায় ।

·        নগদ টাকা জমা উত্তোলনের সুবিধা (mCash এজেন্ট, ইসলামী ব্যাংক শাখা মোবিক্যাশ আউটলেট)

·        ইসলামী ব্যাংকের যেকোন ATM/CRM হতে ২৪ ঘন্টা টাকা উত্তোলন ।

·        যে কোন অপারেটরে মুহুর্তেই মোবাইল রিচার্জ ।

·        ইসলামী ব্যাংকের যে কোন হিসাবে টাকা স্থানান্তর ।

·        বিদেশ হতে পাঠানো রেমিট্যান্স সরাসরি mCash অ্যাকাউন্টে গ্রহণ ।

·        শিক্ষা প্রতিষ্ঠানের ফি পরিশোধ ।

·        কর্পোরেট প্রতিষ্ঠানের বেতন ভাতা প্রদান ।

·        মার্চেন্ট পেমেন্ট ।

·        মোবাইলের ডাটা কানেকশন অন করে গ্রামীণফোনের গ্রাহক এখন ডাটা ছাড়াই ব্যবহার করতে পারবেন ইসলামী ব্যাংকের এমক্যাশ অ্যাপ ।

·        সেলফিন থেকে ফান্ড ট্রান্সফারের সুবিধা ।

·        বৈদেশিক রেমিটেন্স গ্রহণ ।

·        ইসলামী ব্যাংকের ডিপিএস পরিশোধ করার সুবিধা ।

·        সার্বক্ষণিক কল সেন্টার ।

এমক্যাশ একাউন্ট খোলার পদ্ধতি
How to open mCash Account

পদ্ধতি ১: এম ক্যাশ একাউন্ট খোলার জন্য আপনার জাতীয় পরিচয়পত্র, এক কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি এবং নমিনীর ১ কপি ছবি সহ নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখা ভিজিট করে সহজেই অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন।

পদ্ধতি ২: উপরোক্ত ডকুমেন্ট সহ দেশব্যাপী ইসলামী ব্যাংকের বিস্তৃত এমক্যাশ এজেন্ট পয়েন্টগুলো থেকে এমক্যাশ একাউন্ট খোলা যাবে ।

পদ্ধতি ৩:  ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ ব্যবহার করে তাৎক্ষণিক এমক্যাশ একাউন্ট খোলা যাবে ।

বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য কল করুন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কল সেন্টারে। ইসলামী ব্যাংকের কল সেন্টারের তথ্য পেতে এখানে ক্লিক করুন.........

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: