অর্থ আইন ২০২২ অনুযায়ী আমানতের ইন্টারেস্ট/প্রফিটের উপর উৎস কর | Source Tax on Interest paid on Deposit according to Finance Act 2022

অর্থ আইন ২০২২ অনুযায়ী আমানতের ইন্টারেস্ট/প্রফিটের উপর উৎস কর | Source Tax on Interest paid on Deposit according to Finance Act 2022

 

অর্থ আইন ২০২২ অনুযায়ী আমানতের ইন্টারেস্ট/প্রফিটের উপর উৎস কর

ব্যাংকে গচ্ছিত আমানত থেকে অর্জিত ইন্টারেস্ট/প্রফিট এর উপর ট্যাক্স আদায়ে নতুন বিধি আরোপ করা হয়েছে । অর্থ আইন ২০২২ অনুসারে একজন গ্রাহকের ব্যাংকে গচ্ছিত আমানত থেকে অর্জিত ইন্টারেস্ট/প্রফিট এর উপর ট্যাক্স আদায় নিম্নোক্ত বিধি ও শর্ত প্রযোজ্য হবে।

·        ব্যক্তি হিসেবের ক্ষেত্রে গ্রাহক কর্তৃক আয়কর রিটার্নের হালনাগাদ প্রাপ্তি-স্বীকারপত্র ব্যাংকে জমা না দিলে আমানতের ইন্টারেস্ট/প্রফিট এর উপর ১০% এর পরিবর্তে ১৫% শতাংশ হারে উৎসে কর কর্তন করা হবে ।

·        অব্যক্তিক হিসাবের ক্ষেত্রে  গ্রাহক কর্তৃক আয়কর রিটার্নের হালনাগাদ প্রাপ্তি-স্বীকারপত্র ব্যাংকে জমা না দিলে আমানতের ইন্টারেস্ট/প্রফিট এর উপর ২০% এর পরিবর্তে ৩০% শতাংশ হারে উৎসে কর কর্তন করা হবে ।

ব্যাংকে যে সকল গ্রাহকগণ তাদের একাউন্টে (ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার - টিন) (Taxpayer Identification Number - TIN) সার্টিফিকেট বা ইতিমধ্যে ব্যাংকে প্রদান করেছেন তাদের ক্ষেত্রেও এই রিটার্ন সাবমিট করতে হবে।

নতুন হিসাব খোলার ক্ষেত্রে প্রারম্ভিক জমা এবং চলমান হিসাবসমূহের বিদ্যমান জমার পরিমাণ যদি ১০ লক্ষ টাকার অধিক হয়, তাহলে গ্রাহক কর্তৃক আয়কর রিটার্নের হালনাগাদ প্রাপ্তি- স্বীকার পত্র জমাদান বাধ্যতামূলক ।

এ বিষয়ে বিস্তারিত জানতে ব্যাংকের নিকটস্থ শাখায় যোগাযোগ করুন

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: