সেলফিন অ্যাপ থেকে চেক বই আবেদন করার পদ্ধতি | How to Apply for Cheque Book from Cellfin App

সেলফিন অ্যাপ থেকে চেক বই আবেদন করার পদ্ধতি | How to Apply for Cheque Book from Cellfin App

 

সেলফিন অ্যাপ থেকে চেক বই আবেদন করার পদ্ধতি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাকাউন্ট হোল্ডারগণ নতুন চেকবইয়ের আবেদন করার জন্য এখন থেকে আর ব্রাঞ্চে যাওয়ার কোনো প্রয়োজন নেই । ঘরে বসেই ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের মাধ্যমে খুব সহজেই নিজে নিজেই চেক বইয়ের জন্য আবেদন করে নতুন চেক বই সংগ্রহ করতে পারবেন।  

সেলফিন অ্যাপ থেকে চেক বই আবেদন করার পদ্ধতি
How to Apply for Cheque Book from Cellfin App

সেলফিন অ্যাপের মাধ্যমে চেক বইয়ের জন্য আবেদন করতে হলে আপনাকে অবশ্যই সেলফিনে নিবন্ধিত এবং আপনি যে একাউন্টের চেক বইয়ের জন্য আবেদন করবেন সেই একাউন্টটি অবশ্যই আপনার সংশ্লিষ্ট সেলফিন একাউন্টে সংযুক্ত ও অনুমোদিত থাকতে হবে ।

·        আবেদন করার জন্য প্রথমে আপনার মোবাইল নাম্বার এবং সেলফিন এর ছয় ডিজিটের পিন নম্বর ব্যবহার করে লগইন করুন

·        লগইন করার পর “ব্যাংক একাউন্ট” (Bank A/C) অপশনটিতে প্রবেশ করুন ।

·         আপনি যে একাউন্টের চেক বইয়ের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই একাউন্টটি নির্বাচন করুন ।

·        এরপর “ইস্যু চেক” অপশনে (Issue Cheque) প্রবেশ করুন ।

·        আপনি কত পাতার চেক নিতে চান তা নির্ধারণ করুন, যে শাখা থেকে চেক বইটি ডেলিভারি নিবেন তা নির্বাচন করুন এবং আপনার সেলফিনের ৬ ডিজিটের পিন নম্বরটি প্রদান করুন করে চেকবইয়ের অর্ডারটি নিশ্চিত করুন ।

·        সফলভাবে আবেদন করার পর আপনি অ্যাকাউন্ট ডিটেইলস অপশনে প্রবেশ করার পর আপনার চেক বই এর অবস্থান জানতে পারবেন।

·        আপনার চেকবইয়ের আবর্তনের স্ট্যাটাস যখন “Delivered to Branch” দেখাবে তখন আপনি আপনার নির্বাচিত শাখা ভিজিট করে চেক বই সংগ্রহ করতে পারবেন ।

বিশেষ দ্রষ্টব্য:

সেলফিন থেকে চেক বইয়ের জন্য আবেদন করার ক্ষেত্রে ব্যাংকের প্রচলিত সিডিউল অফ চার্জ অনুযায়ী চার্জ আদায় করা হবে ।

বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য কল করুন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কল সেন্টারে । আইবিবিএল কল সেন্টারের কন্টাক্ট ইনফর্মেশন পেতে এখানে ক্লিক করুন.......

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: