
ব্যাংক কাউন্টারে উপস্থাপিত চেক বিভিন্ন কারণে ডিজঅনার হয়ে থাকে । যেমন অপর্যাপ্ত তহবিল, চেকের মেয়াদ উত্তীর্ণ, প্রদানকারীর স্বাক্ষরের মিল না থাকা, টাকার পরিমাণ অংকে এবং কথায় মিল না থাকা, ইত্যাদি। চেক ডিজঅনার ও এর কারন সূমহ সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন.........
বাংলাদেশের হস্তান্তরযোগ্য দলিল (এনআই অ্যাক্ট) আইন ১৮৮১ (সংশোধিত ২০০৬) এর ১৩৮ ধারা অনুযায়ী চেক ডিজঅনার একটি অপরাধ। হস্তান্তরযোগ্য দলিল আইন বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় বলা আছে, ‘যে ক্ষেত্রে একজন ব্যাক্তি অপর কোনো ব্যক্তিকে ঋণ বা অন্য কোনোভাবে দায় সম্পূর্ণ বা আংশিক পরিশোধের জন্য যে ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকের তার হিসাবের একটি চেক ইস্যু করলো, কিন্তু তার হিসাবে বিদ্যমান যে টাকা গচ্ছিত রয়েছে তা দিয়ে ইস্যুকৃত চেক পারশোধ করার মতো পর্যাপ্ত টাকা না থাকার অথবা অ্যাকাউন্ট হতে টাকা পরিশোধের জন্য ব্যাংকের সাথে যে পরিমাণ টাকার বোঝাপড়া হয়েছে, তা অতিক্রান্ত হওয়ার কারণে ব্যাংক কর্তৃক উক্ত ইস্যুকৃত চেকটি অপরিশোধিত হয়ে ফেরত এলে, ওই ব্যক্তি তা দ্বারা অপরাধ সংঘটিত করেছে মর্মে পরিগণিত হবে এবং এর জন্য বিধি মোতাবেক শাস্তির ব্যবস্থা রয়েছে। যদি কোন ব্যক্তি চেক ডিজঅনার সংক্রান্ত ইস্যুতে অভিযুক্ত হয় এবং যদি উক্ত ধারায় মামলা হয় সেক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তি এক বছর কারাদণ্ড বা চেকে লিখিত টাকার তিনগুণ অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
যদি কোন ভুক্তভোগী ব্যক্তি চেক ডিজঅনারের
জন্য মামলা করতে চান তাহলে নিম্নোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন ।
চেক ডিজঅনারের মামলা করার পূর্বে যে বিষয়গুলো লক্ষণীয়:
·
চেকে উল্লেখিত তারিখ থেকে নগদায়নের জন্য ৬ (ছয়)
মাস মেয়াদ থাকে। সেই সময়ের মধ্যে ডিজঅনার হতে হবে।
·
চেকটি ব্যাংকের কোনো শাখায় নগদ উত্তোলন, ট্রানস্ফার
বা ক্লিয়ারিং এর জন্য জমা দিলে তা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সিলমোহরসহ ডিজঅনার
স্লিপ সরবরাহ করবেন।
·
চেক ডিজঅনার হওয়ার ৩০ দিনের মধ্যে চেকদাতাকে ওই
টাকা পরিশোধে তার সর্বশেষ ঠিকানায় রেজিস্ট্রি ডাকযোগে এ/ডিসহ একটি লিগ্যাল নোটিশ দিতে
হবে অথবা একটি বাংলা জাতীয় দৈনিকে নোটিশ প্রকাশ করতে হবে।
·
উক্ত নোটিশ পাওয়ার পর ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধে
ব্যর্থ হলে পরবর্তী ৩০ দিনের মধ্যে ওই মামলা দায়ের করতে হবে।
·
মামলা দায়েরের সময় বাদীর জাতীয় পরিচয়পত্র, চেক,
ডিজঅনার স্লিপ, লিগ্যাল নোটিশের একটি করে ফটোকপি ফিরিস্তি করে জমা দিতে হবে এবং মামলা
দায়েরের সময় মূল কপি আদালতে প্রদর্শন করতে হবে।
·
মামলার আর্জির সঙ্গে বিধি মোতাবেক প্রসেস ফি দাখিল
করতে হবে।
· কোম্পানির ক্ষেত্রে ওই কোম্পানি যদি সংঘটিত অপরাধের জন্য দায়ী বলে প্রমাণিত হয়, তাহলে ওই অপরাধ সংঘটনের সময় কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংঘটিত অপরাধের জন্য দায়ী হবেন এবং আইন অনুযায়ী দণ্ডিত হবেন।
চেক ডিজঅনারের মামলা করতে হয় আদালতে। চেকটি
ব্যাংকের যে শাখায় ডিজঅনার হয়েছে ওই শাখাটি যে এলাকায় অবস্থিত, ওই এলাকা যে আদালতের
এখতিয়ারের মধ্যে পড়ে সেই আদালতে মামলা করতে হবে। মহানগর এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও মহানগরের বাইরে সংশ্লিষ্ট জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতে চেক ডিজঅনারের মামলা করতে হয়।
References: The Negotiable Instruments Act, 1881
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: