কার্ড ছাড়া কি সিটিটাচ ব্যবহার করা যাবে?

কার্ড ছাড়া কি সিটিটাচ ব্যবহার করা যাবে?

 

কার্ড ছাড়া কি সিটিটাচ ব্যবহার করা যাবে?

“সিটিটাচ” সিটি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং চ্যানেল। সিটিটাচ্ দেশের অত্যন্ত জনপ্রিয় একটি ইন্টারনেট ব্যাংকিং সেবা। ব্যাংকিং টাচের প্রশ্নোত্তর বিভাগের আজকের প্রশ্ন “কার্ড ছাড়া কি সিটিটাচ ব্যবহার করা যাবে?” (Can I use the citytouch without card?) । এই প্রশ্নটি এসেছে “AMEX User BD” ফেসবুক গ্রুপ থেকে । “AMEXUser BD” গ্রুপে যোগ দিতে এখানে ক্লিক করুন .......

কার্ড ব্যতীত সিটিটাচ ব্যবহার করা যাবে কি?
Can I use the citytouch without card?

সিটিটাচ অনেক সুবিধা সম্বলিত একটি ডিজিটাল ব্যাংকিং চ্যানেল । সিটিটাচের বেশকিছু সেবা ব্যবহার করতে সক্রিয় ডেবিট বা ক্রেডিট কার্ডের প্রয়োজন হয়। তবে কেউ চাইলে ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াও সিটিটাচ ব্যবহার করতে পারবেন।

কার্ড ব্যতীত সিটিটাচ ব্যবহার করে কেবল সিটিটাচের সাথে সংযুক্ত একাউন্টের ব্যালেন্স, স্টেটমেন্ট সংক্রান্ত ইনফরমেশন গুলো দেখা যাবে। সক্রিয় কার্ড ছাড়া কোন বেনিফিশিয়ারি সংযুক্ত করার সুবিধা নেই যার ফলে কার্ড ব্যতীত সিটিটাচ ব্যবহার করলেও সেখান থেকে কোনো লেনদেন করা সম্ভব হবে না। লেনদেন করার সুবিধা ছাড়াও পার্সোনাল ইনফরমেশন সিটিটাচ থেকে নিজে নিজে পরিবর্তনের সুযোগ সহ সিটিটাচ এর মাধ্যমে অন্যান্য ব্যাংকিং পরিষেবা গ্রহণেও সীমাবদ্ধতা থাকতে পারে।

বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য কল করুন সিটি ব্যাংক কল সেন্টারে । সিটি ব্যাংক কল সেন্টারের এর তথ্য পেতে এখানে ক্লিক করুন.........

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: