ডেবিট ও ক্রেডিট কার্ডের নিরাপত্তায় করণীয়

ডেবিট ও ক্রেডিট কার্ডের নিরাপত্তায় করণীয়

 

How secure is a credit card?

উন্নত বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিন দিন বাড়ছে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যাবহার।   সাম্প্রতিক সময়ে ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য চুরি করে ব্যাংকের এটিএম থেকে টাকা চুরির ঘটনায় সারা দেশেই তোলপাড় সৃষ্টি হয়েছে। কার্ডের তথ্যের নিরাপত্তার বিষয়টি তাই দিনে দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমাদের কিছু সতর্কতাই অনেকাংশেই কার্ড দিয়ে বিভিন্ন প্রকার জালিয়তি রোধ করা সম্ভব। কার্ডের নিরাপত্তা সম্বলিত কিছু তথ্য সতর্কতামূলক পরামর্শ নিচে উল্ল্যেখ করা হলো:

·        আপনার কার্ডের (ডেবিট / ক্রেডিট / প্রিপেইড) চার ডিজিটের পিন নম্বরটি কোথাও কখনো লিখে না রেখে, সবসময় স্মরণ রাখুন।

·        এমন পিন নির্ধারণ করুন যা আপনার পক্ষে মনে রাখা সহজ তবে অন্যের জন্য অনুমান করা কষ্টসাধ্য।

·        আইডি, জন্ম তারিখ, ফোন নম্বর, এনআইডি এই জাতীয় নম্বর গুলো কার্ডের পিন হিসাবে ব্যবহার করবেন না

·        একাধিক কার্ড থাকলে প্রতিটি কার্ডের জন্য ভিন্ন ভিন্ন পিন নির্ধারন করুন

·        বিক্রেতার পস মেশিনে আপনি নিজেই আপনার কার্ডের পিন ইনপুট দিন

·        কখনও আপনার পিন কাউকে শেয়ার করবেন না।

·        ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান বা কোনো বিক্রেতা আপনার পিন জানতে বা জিজ্ঞাসা করতে পারে না।

·        যদি কখনো বুঝতে পারেন যে আপনার কার্ডের চার ডিজিটের পিন নম্বর চুরি বা অন্য কেউ জেনে গেছে, বিলম্ব না করে সংশ্লিষ্ট ব্যাংকের কন্টাক্ট সেন্টারের কল করে পিন রিসেট করার জন্য আবেদন করুন, সম্ভব হলে গ্রীন পিন সার্ভিসের মাধ্যমে পুনরায় নতুন পিন নির্ধারণ করুন প্রয়জনে  কার্ডটি ব্লক করে রাখুন।

·        ব্যাংক কখনই আপনার পিন, পাসওয়ার্ড, ওটিপি, সম্পূর্ণ কার্ড নম্বর, সিভিভি জানতে চাইবে না।

·        আপনার কার্ডটি (ডেবিট / ক্রেডিট / প্রিপেইড) আপনি ছাড়া অন্য কাউকেই ব্যবহার করতে দিবেন না

·        ক্ষতি বা চুরি এড়াতে আপনার কার্ডটি সবসময় নিরাপদ জায়গায় রাখুন

·        প্রয়োজন না হলে কার্ড নম্বর সম্বলিত যেকোন কিছু বিনষ্ট করে ফেলুন (যেমনঃ বিল, স্টেটমেন্ট ইত্যাদি) অথবা সুরক্ষিত স্থানে রাখুন

·        কোনো ওয়েবসাইট সুরক্ষিত কিনা তা নিশ্চিত হতে, আপনার ইন্টারনেট ব্রাউজারের এড্রেস বারে https: // এবং প্যাডলক আছে কিনা তা লক্ষ্য করুন, যদি লাল প্যাডলক আইকন থাকে তাহলে অনিরাপদ ওয়েব সাইট বলে নির্দেশ করে এবং সেটি ব্যবহার থেকে বিরত থাকুন

·        আপনার কার্ডটি অনলাইনে নিরাপদে ব্যবহার করুন। কেবলমাত্র যে ওয়েবসাইট গুলো নিয়ে আপনি ১00% নিশ্চিত,সেসব সুরক্ষিত ওয়েবসাইটগুলিতে আপনার কার্ডের তথ্য ব্যবহার করুন

·        আপনার দৈনিক বা মাসিক লেনদেনে কোনো অমিল আছে কিনা তা প্রতি মাসের বিলের স্টেটমেন্টের সাথে মিলিয়ে দেখুন। কোনো অমিল খুঁজে পেলে অতিসত্তর ব্যাংকের কন্টাক্ট সেন্টারে যোগাযোগ করুন

·        ব্যাংকের পরিচয় দিয়ে আপনাকে কোনো ব্যক্তি ফোন কল করলে আপনি আপনার কার্ডের পূর্ণ নম্বর , পিন, সিভিভি এবং ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি ) কখনই শেয়ার করবেন না । কোন ব্যাংক কখনই উপরোক্ত গোপনীয় তথ্য গুলো জানতে চাইবে না।

·        আপনার কার্ড দিয়ে আপনি কখনো অবৈধ লেন দেন (মাদক বা অবৈধ অস্ত্র বেচা – কেনা, সন্ত্রাসী অর্থায়ন, মানি লন্ডারিং অথবা যেকোনো অপরাধ মূলক ক্রিয়াকলাপ) করবেন না

সবাইকে আন্তরিক ধন্যবাদ।

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......