আমরা যখন ব্যাংক থেকে কোন ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড গ্রহণ করি তখন তার সাথে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার) পেয়ে থাকি। এই পিনটি হয় কাগজে প্রিন্ট করা চার সংখ্যার একটি আইডেন্টিফিকেশন নাম্বার। এটিএম বা পজ টার্মিনাল থেকে কোন সেবা গ্রহণের ক্ষেত্রে এই পিন নম্বরটি আবশ্যক।
ব্যাংক গুলো সাধারনত কার্ড ইস্যু করার পর কার্ড পিন নাম্বারটি কাস্টমার এর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করে। অনেক ব্যাংক সিকিউরিটির স্বার্থে কার্ড এবং পিন নাম্বার একসাথে না পাঠিয়ে দুটি ভিন্ন মেইলের মাধ্যমে পাঠিয়ে থাকে। এই ৪ ডিজিটের পিন নম্বরটি আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ অর্থগুলোর নিরাপত্তা রক্ষার অন্যতম একটি চাবিকাঠি। কার্ড পিন এর এই ঐতিহ্যবাহী প্রথা ভেঙে সম্প্রতি বেশকিছু ব্যাংক গ্রাহকের নিরাপত্তার দিক বিবেচনায় নিয়ে গ্রিন পিন বা সেবা চালু করেছে।
গ্রীন পিন সেবা একটি এমন একটি সেবা যার মাধ্যমে ব্যাংক কোন কার্ড ইস্যু করলে কাস্টমারকে ৪ ডিজিটের কোন হার্ডকপি প্রদান করে না। কাস্টমার কার্ডটি হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকের কল সেন্টার অথবা এটিএম বুথ থেকে কার্ড টি তাৎক্ষনিক ভাবে অ্যাক্টিভেশন ও পিন জেনারেশন করতে হয়। এই পদ্ধতিতে পিন তৈরি করা হলে কাস্টমারের নিরাপত্তা আরো আধিকতর হয়। কাস্টমারের পিন কোন ভাবে অন্য কেউ জেনে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকেনা। এই পদ্ধতিতে পিন গ্রহণের ফলে আমাদের কার্ড পেতে সময় অনেক কম সময় প্রয়োজন হবে। কারণ যেহেতু অনেক ব্যাংক কার্ড এবং পিন নম্বর ভিন্ন ভিন্ন মেইলের মাধ্যমে ব্রাঞ্চে বা নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট লোকেশনে পাঠিয়ে থাকে। তবে সেখানে এই পদ্ধতি চালু থাকার ফলে কেবল কাস্টমারের কার্ডটি নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে দিলেই হচ্ছে।
গ্রীন পিন সম্প্রতি বাংলাদেশের বেশকিছু ব্যাংক চালু করেছে। প্রথম দিকে এই প্রক্রিয়াটি অনেকের কাছে একটু জটিল মনে হলেও দিন দিন এ পদ্ধতির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে বর্তমানে দি সিটি ব্যাংক লিমিটেড, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক লি:, ইউনাইটেড কমার্শিয়াল লি: সহ আরো বেশকিছু ব্যাংক গ্রিন পিন সেবা গ্রীন প্রদান করে যাচ্ছে।
আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |