আমেরিকান এক্সপ্রেস  মেম্বারশীপ রিওয়ার্ডস

আমেরিকান এক্সপ্রেস মেম্বারশীপ রিওয়ার্ডস

 

আমেরিকান এক্সপ্রেস  মেম্বারশীপ রিওয়ার্ডস

আমেরিকান এক্সপ্রেস® জনপ্রিয় একটি কার্ডের নাম। বাংলাদেশে দি সিটি ব্যাংক লিমিটেড আমেরিকান এক্সপ্রেস® কার্ড এর একমাত্ত্র ইসুয়্যার। এটি বাংলাদেশে সর্বাধিক ব্যবহত ক্রেডিট কার্ড। সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস® তাদের কার্ডমেম্বার জন্য চালু করেছে মেম্বারশীপ রিওয়ার্ডস পয়েন্ট যেটিকে এমআর (MR Point) বলা হয়ে থাকে।

মেম্বারশীপ রিওয়ার্ডস পয়েন্ট যেটিকে এমআর (MR Point) কী এবং কেন?

সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস® ক্রেডিট কার্ড ব্যবহারকারীগণ প্রতিবার কেনাকাটার জন্য প্রতি ৫০ টাকার খরচে ১ রিওয়ার্ডস পয়েন্ট অর্জন করে থাকেন। এবং সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস® এর সম্মানীত প্লাটিনাম ক্রেডিট কার্ডমেম্বারগণ প্রতি ৫০ টাকার খরচের জন্য ২ রিওয়ার্ডস পয়েন্ট অর্জন করে থাকেন।সেই সাথে নির্দিষ্ট কিছু স্থান থেকে প্রতি ৫০ টাকা কেনাকাটার জন্য ৫ রিওয়ার্ডস অর্জন করে থাকেন। এই পয়েন্ট প্রতিবার কেনাকাটার পর নির্দিষ্ট কার্যদিবস পর এই পয়েন্ট কার্ড একাউন্টে যোগ হবে।ই-কমার্স, ফ্লেক্সিবাই বা ইএমআই কেনাকাটার ক্ষেত্ত্রেও এই পয়েন্ট অর্জন হবে। অর্জন পয়েন্ট যেসকল ক্ষেত্ত্রে ব্যবহারযোগ্য:

·        এক্সক্লুসিভ শপিং, ডাইনিং, ইলেক্ট্রনিক্স, ভ্রমণ এবং লাইফস্টাইল ডিল।

·        কার্ডের আউটস্ট্যান্ডিং পেমেন্ট করতে পারবেন।

·        গিফট্ ভাউচার ক্রয় করতে পারবেন।

·        কার্ডের ফি পরোশধ করতে পারবেন।

·        এসএমএস এলার্ট ফি প্রদার করতে পারবন ।

·        অন্যান্য সার্টিফিকেট গ্রহনের ফি পয়েন্ট দিয়ে পরিশোধ করতে পারবেন।

·        কার্ড রিপ্লেসমেন্ট ফি প্রদান করতে পারবেন।

·        রিওয়ার্ডস পয়েন্ট ব্যবহার অন্যান্য বেনিফিটগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন….।

উল্লেখ্য যে, আপনার অর্জনকৃত পয়েন্টের মেয়াদ ৩ বছর। এই সমসয়ের মধ্যেই আপনাকে পয়েন্ট ব্যাবহর করতে হবে।

মেম্বারশীপ রিওয়ার্ডস পয়েন্ট  এমআর (MR Point) চেক করার উপায়?

আপনার এমআর পয়েন্টের ব্যালেন্স জানতে আপনার রেজিস্টার্ড মোবাইল থেকে এসএমএস অপশনে গিয়ে লিখুন MR <SPACE> আপনার কার্ড নম্বরটির শেষ তিনটি সংখ্যা পাঠিয়ে জেনে নিন এবং আপনার নিবন্ধিত মোবাইল নম্বর থেকে 16234 নম্বরে প্রেরণ করুন।

আপনি মাসিক স্টেটমেন্টে এবং সিটিটিচ ডিজিটাল ব্যাংকিং এ লগ ইন করে আপনার এমআর পয়েন্টস ব্যালেন্সও পরীক্ষা করতে পারেন।

মেম্বারশীপ রিওয়ার্ডস পয়েন্ট রিডেম করার পদ্ধতি?

·        সিটি ব্যাংকের ২৪/৭ কল সেন্টরে যোগাযোগ করে আপনার অর্জিত পয়েন্টগুলো খরচ করতে পারবেন। সিটি ব্যাংকের কল সেন্টারের তথ্য জানতে এখানে ক্লিক করুন……..

·        আপনি পয়েন্টের বিনিময়ে যেটি নিতে চান তার আইটেম কোড কাস্টমার সার্ভিস এক্সেকিউটিভ কে প্রদান করুন তিনি  আপনাকে সহযোগীতা করবেন ।

মেম্বারশীপ রিওয়ার্ডস পয়েন্ট সম্পর্কিত সাধারন তথ্য

·        মেম্বারশীপ রিওয়ার্ডস পয়েন্ট এর মেয়াদ তিন বছর।

·        কার্ড চেক লেনদেনে কোন মেম্বারশীপ রিওয়ার্ডস পয়েন্ট দেওয়া হবেনা।

·        এটিএম লেনদেনে কোন মেম্বারশীপ রিওয়ার্ডস পয়েন্ট দেওয়া হবেনা।

 


 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


 

তথ্য উপাত্ত: আমেরিকান এক্সপ্রেস® বাংলাদেশ