মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি চালু করেছে ইসলামিক ব্যাংকিং উইন্ডো। যেটি এমটিবি ইয়াকিন ইসলামিক ব্যাংকিং নামে আত্মপ্রকাশ করেছে। বাংলাদেশ ধর্মীয়ভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া ইসলামিক ব্যাংকিং এর এই দেশে যথেষ্ট পরিমাণে চাহিদা রয়েছে। প্রচলিত ব্যাংকিং ধরার পাশাপাশি বাংলাদেশে অনেক প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ও রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক সম্প্রতি তাদের প্রচলিত ব্যাংকিং এর পাশাপাশি ইসলামিক ব্যাংকিং উইন্ডো চালু করেছে। এছাড়াও বাংলাদেশে পূর্ণাঙ্গ বেশ কিছু ইসলামিক ব্যাংক তো রয়েছেই। এরই ধারাবাহিকতায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি চালু করল ইসলামিক ব্যাংকিং উইন্ডো। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শরিয়াহ বোর্ডে রয়েছেন দেশবরেণ্য ইসলামিক স্কলারগণ। এমটিবি ইয়াকিন এর মূল উদ্দেশ্য হচ্ছে ইসলামী “শরিয়াহ ভিত্তিক নৈতিক ব্যাংক প্রতিষ্ঠা” । মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)গ্রাহকদের প্রত্যাশা, আকাক্সক্ষা, পছন্দ ও সার্বিক প্রয়োজনগুলো অনুধাবন করে পরিপূর্ণ ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ও সল্যুশন নিয়ে গ্রাহকদের জন্য এমটিবি চলু করলো শরীয়াভিত্তিক ব্যাংকিং সমাধান ‘এমটিবি ইয়াকিন’।
এমটিবি
ইয়াকিন এর উদ্দেশ্য সমূহ:
·
গ্রাহকদের ১০০% শরিয়াহ সম্মত ব্যাংকিং পরিষেবা
প্রদান করা।
·
ড্রাইভিং অটোমেশন এবং ইসলামী ব্যাংকিংয়ে ডিজিটালাইজেশন।
·
সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা।
·
ইসলামী নৈতিকতা সহ উদ্যোক্তাদের বিকাশ।
·
ইসলামী অর্থনীতি, অর্থ ও ব্যাংকিং নিয়ে গবেষণা
পরিচালনা করা।
·
ইসলামী ব্যাংকিংয়ে জ্ঞানসম্পন্ন মানব সম্পদ গড়ে
তোলা।
· এমটিবির সামগ্রিক মুনাফা বাড়ানো।
এমটিবি
ইয়াকিন ইসলামী ব্যাংকিংয়ের অনন্য বৈশিষ্ট্য সূমহ:
·
ইসলামী শরীয়াহ সম্মত ব্যাংকিং পণ্যের নিশ্চয়তা।
·
যোগ্যতা সম্পন্ন ফেকাহ ইসলামিক আইনশাস্ত্র বিশেষজ্ঞ,
ইসলামীক স্কলার এবং পেশাদারদের সমন্বয়ে চমৎকার শরিয়াহ সুপারভাইজারি কমিটি।
·
মুদারাবা আমানতের উপর আয়ের আইএসআর ভিত্তিক অনুপাতিক
হারে লাভ্যংশ বিতরণ ব্যবস্থা।
·
ইসলামী ব্যাংকিং কার্যক্রমের জন্য পৃথক ফিনান্স
এবং অ্যাকাউন্টসমূহ এবং পৃথক আর্থিক বিবরণী।
·
অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রতিটি শাখা এবং প্রতিটি
এজেন্ট আউটলেট থেকে ইসলামী ব্যাংকিং পরিষেবা উপলব্ধি।
·
এমটিবির সমস্ত শাখা থেকে রিয়েল-টাইম অনলাইন ব্যাংকিং
পরিষেবা সরবরাহ করতে ইসলামিক ব্যাংকিং সফটওয়্যার -'আবিল 'আলাদা করা হয়েছে।
· এমটিবির সকল শাখা থেকে রিয়েল-টাইমে লেনদেন সম্পাদনের জন্য “আবাবিল” সফটওয়ারের মাধ্যমে ইসলামিক ব্যাংকিং অপারেশন পরিচালনা।
এমটিবি
ইয়াকিন ইসলামী ব্যাংকিংয়ের পণ্য সূমহ:
·
ইয়াকিন কারেন্ট একাউন্ট
·
ইয়াকিন সেভিংস একাউন্ট
·
ইয়াকিন এমপ্লয়ী সেভিংস একাউন্ট
·
ইয়াকিন প্রিভিলাইজ সেভিংস একাউন্ট
·
ইয়াকিন বানায়াট সেভিংস একাউন্ট
·
ইয়াকিন শর্ট নোটিশ ডিপোজিট একাউন্ট
·
ইয়াকিন টার্ম ডিপোজিট ইন ডেস একাউন্ট
·
ইয়াকিন টার্ম ডিপোজিট একাউন্ট
· ইয়াকিন ডেবিট কার্ড
এমটিবি
ইয়াকিন ইসলামী ব্যাংকিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
ইসলামিক
ব্যাংকিং ডিভিশন
এমটিবি সেন্টার. ২য় তলা, ২৬ গুলশান এভিনিউ,
গুলশান ১, ঢাকা-১২১২
ফোন: 02- 58812298, 02-222283966 Ext: 2150, 2195, 2196, and 2198
এছাড়াও সরাসরি ২৪ ঘন্টা কল করুন এমটিবি কল সেন্টারে। কল সেন্টারের তথ্য জানতে এখানে ক্লিক করুন………….
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |