আমেরিকান এক্সপ্রেস এয়ার লাউঞ্জ

আমেরিকান এক্সপ্রেস এয়ার লাউঞ্জ

American Express Air Lounge in Bangladesh

এয়ার লাউঞ্জ যারা নিয়মিত বিদেশ যাতায়ত করেন এয়ার লাউঞ্জ নামটিই যেন তাদের নিকট একটি স্বস্তির নিস্বাস বাংলাদেশে এয়ার লাউঞ্জে এর পথ চলা খুব বেশী দিনের নয়  ২০১০ সালে সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস ঢাকা বিমানবন্দরে দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারপোর্ট লাউঞ্জ এবং ২০১৩ সালে প্রথম অভ্যন্তরীণ যাত্রীদের জন্য লাউঞ্জ সেবা শুরু করে। এয়ার লাউঞ্জ – এ ফ্লাইট ছাড়ার আগে অপেক্ষাকালীন  সময়টুকু নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে, পরিপূর্ণ আস্থার সাথে বিলাসবহুল ভাবে এয়ার লাউঞ্জে বসে কাটাতে পারেন যা একজন যাত্ত্রীর ভ্রমন অভিজ্ঞতাকে আরো আনন্দময় করে তুলবে।

এয়ার লাউঞ্জ-এ এক্সেস নেওয়ার পদ্ধতি ও যোগ্যতা:

কার্ডমেম্বারদের অবশ্যই সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস® লাউঞ্জে প্রবেশ করার সময় তাদের সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস® ক্রেডিট কার্ড এবং বোর্ডিং পাস উপস্থাপন করতে হবে একসাথে Primary cardholder এবং supplementary cardholder থাকলে সেইক্ষেত্রে তখন শুধুমাত্র primary card দিয়ে এন্ট্রি নিতে পারবে

লাউঞ্জ অ্যাক্সেস শুধু মাত্র যারা অ্যাক্সেস পারবে:

। The City Bank American Express® Gold Credit Card: ( Primary card): সহকর্মী এবং ১২ বছরের কম বয়সী বাচ্চা এবং Supply card : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস আন্তর্জাতিক লাউঞ্জে তিনি / নিজের সাথে ১২ বছরের কম বয়সী 2 বাচ্চা সহ বছরে বার পরিদর্শন করতে পারবেন complimentary) এবং এর চেয়ে বেশি অ্যাক্সেস নিতে চাইলে রেগুলার ফি দিয়ে বসতে হবে সেক্ষেত্রে ১জন adult এর জন্য ২০০০ টাকা এবং জন child(below ১২) এর জন্য ১০০০ টাকা চার্জ হবে (ষষ্ঠ) বার পরিদর্শন করতে হলে একই রেগুলার ফি দিয়ে বসতে হবে

Citygems ডেবিট কার্ডে পারসন এন্ট্রি ঠিক Gold এর মতন তবে এটি priority banking হওয়ায় এটিতে unlimited access পাবে

। The City Bank American Express® Platinum Credit Card  (Primary card): ৩ সহকর্মী প্রাপ্তবয়স্ক / শিশু এবং Supply card: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্ল্যাটিনাম লাউঞ্জে জন অ্যাডাল্ট / চাইল্ড পরিদর্শন করতে পারবে বছরে আনলিমিটেট)

। The Biman Bangladesh American Express® Credit Card issued by City Bank: (বিমান আমেরিকান এক্সপ্রেস কার্ডমেম্বার্স এক সহচর এবং ১২ বছরের কম বয়সী বাচ্চাদের সাথে বছরে বার পরিদর্শন করতে পারবেন বছর)

। Alo(সিটি আলো আমেরিকান এক্সপ্রেস কার্ডমেমার্স পাবেন বছরে বার পর্যন্ত নিয়মিত লাউঞ্জ অ্যাক্সেস ফিতে ৫০% ছাড় নিয়মিত লাউঞ্জ পরিদর্শন ফি ষষ্ঠ দর্শন থেকে নিয়মিত চার্জ প্রযোজ্য হবে)

। The University of Dhaka American Express® Credit Card issued by City Bank: ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষদ এবং কর্মীরা পাবেন অ্যামেক্স কার্ডের সাথে এক বছরে বার পর্যন্ত পরিদর্শন করতে পারবেন, supply: চার্জ হবে)

৬। অন্যান্য কার্ড গুলিতে (The City Bank American Express® Green Blue Credit Card) অ্যাক্সেস নেয়া যাবে কিন্তু চার্জ হবে প্রতিজনের ২০০০ টাকা করে (adult), ১০০০ টাকা করে (child)

৭। American Express Corporate Cards: সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস® কর্পোরেট কার্ডের জন্য, শুধুমাত্র কার্ডমেম্বারই প্রশংসনীয় অ্যাক্সেস পেতে পারেন

নোট: The CityMaxx American Express® Card দিয়ে লাউঞ্জ অ্যাক্সেস করা যায় না