আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড | IPDC Finance Limited

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড | IPDC Finance Limited

 

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড | IPDC Finance Limited

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড (IPDC Finance Limited) বাংলাদেশের প্রথম বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান। “আইপিডিসি” প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালে এবং কোম্পানীটি র আগে 'ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড' নামে পরিচিত ছিল। সময়ের সাথে সাথে আইপিডিসি তার রিটেইল, কর্পোরেট, এসএমই পণ্য এবং সার্ভিসের মাধ্যমে দেশের দ্রুততম বর্ধনশীল আর্থিক প্রতিষ্ঠান হয়ে উঠেছে। বর্তমানে আইপিডিসি যুব, নারী এবং নিম্ন সার্ভিসের ক্ষেত্রগুলোর উপর বিশেষ মনোযোগ দিয়ে দেশের একটি উদ্যমী আর্থিক ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। “আইপিডিসি” এর মূল লক্ষ্য হল, বন্ধুত্বপূর্ণ, সময়োপযোগী, স্বচ্ছ ও সাশ্রয়ী পদ্ধতিতে নতুন নতুন আর্থিক সমাধান দিয়ে আমাদের গ্রাহক ও সমাজকে অবাধে বেড়ে উঠতে এবং তাদের সর্বোচ্চ সক্ষমতায় বেঁচে থাকতে সাহায্য করা। বিশেষ করে যুব, নারী এবং সুবিধাবঞ্চিত এলাকাযর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে দেশের সবচেয়ে উদ্যমী আর্থিক ব্র্যান্ড হয়ে ওঠা।

“আইপিডিসি” এর বৈশিষ্ট্য

“আইপিডিসি” গ্রাহক সেবাকে সর্বদা অগ্রাধিকার দিয়ে থাকে। আইপিডিসিতে তা শুধু সার্ভিসের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং “আইপিডিসি” তার সম্মানীত গ্রাহকদের জন্য চিরস্থায়ী একটি ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করতে বদ্ধপরিকর। “আইপিডিসি” তার উত্তম গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিম্ন উল্লেখিত বিষয়গুলো নিবিড়ভাবে চর্চা করে:

১। গ্রাহকের প্রয়োজনকে অগ্রাধিকার (Embracing Customer's Passion)

২। সীমাবদ্ধতা পেরিয়ে যাওয়া (Accepting No Limits)

৩। উদ্ভাবনের জন্য নিরলস সাধনা (Relentless Pursuit for Innovations)

উল্লিখিত বিষয়গুলো ব্যতীত “আইপিডিসি”স্মুথ অপারেশন নিশ্চিত করার লক্ষ্যে আরো কিছু বিষয়ে জোর দিয়ে থাকে, যা নিম্নে উল্লেখ করা হলো :

১। বৈচিত্র্য (Diversity):কর্মক্ষেত্রে এবং কম্যুনিটিতে বৈচিত্র্যকে উৎসাহিত করা।

২। সততা (Integrity):কাজ পরিচালনায় সর্বোচ্চ স্তরের সততা প্রদর্শন করা ।

৩। টিমওয়ার্ক (Teamwork):সহযোগিতা ও উৎপাদনশীলতা বাড়াতে টিমওয়ার্ককে উৎসাহিত করা ।

৪। পারফরম্যান্স (Will to win):জয়ের দৃঢ় ইচ্ছাশক্তি প্রদর্শন করা ।

৫। প্রযুক্তি (Technology):গ্রাহককে সেরা অভিজ্ঞতা প্রদানের জন্য সর্বশেষ প্রযুক্তির ব্যবহার ।

৬। কর্পোরেট সিটিজেনশিপ (Corporate Citizenship):আমাদের কাজের সুবিস্তৃত ক্ষেত্রে কর্পোরেট সিটিজেনশিপের স্ট্যান্ডার্ড নির্ধারণ করা ।

“আইপিডিসি” এর পণ্য ও সেবা সূমহ

·        ডিপোজিট

·        অটো লোন

·        হোম লোন

·        পার্সোনাল লোন

·        এসএমই লোন

·        ভালো বাসা লোন

·        কর্পোরেট

·        সাপ্লাই চেইন ফাইন্যান্স

·        জয়ী

·        প্রীতি


“আইপিডিসি” এর সাথে যোগাযোগ

“আইপিডিসি” হেড অফিস এর ঠিকানা: হোসনা সেন্টার (চতুর্থ তলা), ১০৬ গুলশান এভিনিউ, ঢাকা- ১২১২; ফ্যাক্স: +8802550930; টেলিফোন: +8809612885533, +880255068931-36, +8809612316519; ইমেইল: [email protected]

“আইপিডিসি” কল সেন্টার 16519

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন..... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: