উপায় পিন নম্বর পরিবর্তনের পদ্ধতি | How to Change the upay PIN
উপায় মোবাইল মেন্যু *268# বা উপায় অ্যাপ উভয় প্লাটফর্ম থেকে উপায় ব্যবহারের জন্য প্রয়োজন হয় ৪ সংখ্যার পিন নম্বর। এই পিন নম্বর উপায় একাউন্টে গচ্ছিত অর্থ উত্তোলনের মূল চাবিকাঠি। উপায় একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার প্রথম শর্ত উপায় একাউন্টের পিন নাম্বার নিরাপদ বা গোপন রাখা । আপনার উপায় একাউন্টের পিন নম্বরের গোপনীয়তার সম্পর্কে আপনার কোনো প্রকার সন্দেহ থাকলে অতিসত্বর আপনার উপায় একাউন্টের পিন নাম্বার পরিবর্তন করুন ও নিরাপদ থাকুন ।
উপায়
একাউন্টের পিন নাম্বার পরিবর্তন করার জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন:
·
আপনার উপায় রেজিস্টার্ড মোবাইল সংযোগ থেকে ডায়াল
করুন *268#
·
মাই উপায় (My upay) অপশেন প্রবেশ করুন ।
·
পিন নাম্বার পরিবর্তনের জন্য “চেঞ্জ পিন”
(Change PIN) মেনুতে প্রবেশ করুন ।
·
আপনার বর্তমান পিন নম্বরটি দিন ।
·
আপনার নতুন পিন নম্বরটি প্রদান করুন ।
·
পরবর্তী অপশনে আপনার নতুন পিন নাম্বারটি নিশ্চিত
করতে পুনরায় নতুন পিন নাম্বারটি প্রবেশ প্রদান করুন ।
· সবকিছু ঠিকঠাক থাকলে আপনার পিন নম্বরটি পরিবর্তন হয়ে যাবে এবং আপনাকে অন স্ক্রিনে সাকসেসফুল স্ট্যাটাস দেখানো হবে ।
উপায়
একাউন্টের পিন নাম্বার পরিবর্তন করার সময় লক্ষণীয়:
·
পিন নাম্বার কখনো শূন্য দিয়ে শুরু করবেন না ।
যেমন: 0
· পরপর বা পাশাপাশি সংখ্যা পিন নম্বর হিসেবে ব্যবহার করবেন না । যেমন: 1234, 1122,0000 ইত্যাদি ।
আপনার উপায় একাউন্টের বর্তমান পিন নম্বর যদি আপনার কাছে না থাকে তাহলে নতুন করে পিন নম্বর পরিবর্তন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে পিন নাম্বার রিসেট করে আপনার নতুন পিন নাম্বারটি সেট করতে হবে। পিন নাম্বার রিসেট করার জন্য ও সেবা সম্পর্কিত যে কোন তথ্য জানতে কল করুন 16268 এই নম্বরে ।
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: