আবাক করা সব ক্যাশব্যাক অফার নিয়ে সিটিম্যাক্স আমেরিকান এক্সপ্রেস কার্ড | Amazing cashback on your Citymaxx American Express Card

আবাক করা সব ক্যাশব্যাক অফার নিয়ে সিটিম্যাক্স আমেরিকান এক্সপ্রেস কার্ড | Amazing cashback on your Citymaxx American Express Card

 

আবাক করা সব ক্যাশব্যাক অফার নিয়ে সিটিম্যাক্স আমেরিকান এক্সপ্রেস কার্ড | Amazing cashback on your Citymaxx American Express Card

সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস ডেবিট কার্ড বা সিটিমেক্স আমেরিকান এক্সপ্রেস কার্ড দিচ্ছে বছরজুড়ে বিরতিহীন ক্যাশব্যাক অফার । শপিং, ডাইনিং, ভ্রমন, চিকিৎসা এমন কি বিল পেমেন্ট সহ কার্ড দিয়ে সকল ধরনের পিওএস ও অনলাইন কেনাকাটায় রয়েছে ১% নিশ্চিত ক্যাশব্যাক ।

১% ক্যাশব্যাক অপার ছাড়াও দেশের শীর্ষস্থানীয় নামকরা সুপারশপগুলোতে রয়েছে ২% পর্যন্ত ক্যাশব্যাক আয়ের সুযোগ । নিম্নবর্ণিত সুপারশপ সমূহ থেকে কেনাকাটার জন্য ২% ক্যাশব্যাক প্রযোজ্য হবে:

·        আগোরা (Agora) দেশের সকল আউটলেট সূমহে প্রজেয্য ।

·        আদি নিউ ডালি সুপারশপ (ADI New Dhali Super Shop) গুলশান-২, ঢাকা ।

·        সিএসডি ডিডিএস (CSD DDS) দেশের সকল আউটলেট সূমহে প্রজেয্য ।

·        লেভেন্ডার (Lavender) গুলশান-২, ঢাকা ।

·        প্রিন্স বাজার (Prince Bazar) মিরপুর ও মোহাম্মদপুর, ঢাকা ।

·        ট্রাস্ট ফ্যামেলি নিডস্ (Trust Family Needs) উত্তরা, ঢাকা ।

·        ইউনিমার্ট (Unimart) ধানমন্ডি ও গুলশান-২, ঢাকা ।

·        খুলশী মার্ট (Khulshi Mart) চট্টগ্রাম ও কক্সবাজার ।

·        নানকিং বাজার (Nanking Bazar) সপুরা ও রাজশাহী ।

 

কেবল দেশের মধ্যেই নয় সিটিমেক্স আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল কেনাকাটার জন্যও রয়েছে ১% নিশ্চিত ক্যাশব্যাক।  

 

সিটিম্যাক্স আমেরিকান এক্সপ্রেস কার্ড এর ক্যাশব্যাক এর শর্তাবলী:

·        আপনার সিটিম্যাক্স কার্ডের মাধ্যমে কেনাকাটা, খাওয়া, ভ্রমণ থেকে শুরু করে প্রতিটি কেনাকাটায় পাবেন ১% ক্যাশব্যাক ও নির্ধারিত গ্রোসারী আউটলেট সমূহে ২% ক্যাশব্যাক ।

·        সিটিম্যাক্স আমেরিকান এক্সপ্রেস কার্ড এর ১% ক্যাশব্যাক যেকোনো বৈদেশিক মুদ্রার লেনদেনের জন্যও প্রজেয্য ।

·        প্রতি ত্রৈমাসিকে লেনদেনে সর্বাধিক ক্যাশব্যাক হল ৫০০০ টাকা৷ অর্থাৎ আপনি প্রতি কোয়াটারে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অর্জন করতে পারবেন ।

·        কোয়াটার হিসাব করা হয়  জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর এবং অক্টোবর-ডিসেম্বর মাস এই ভিত্তিতে ।

·        ইসলামিক সিটিম্যাক্স কার্ড সহ সমস্ত সিটিম্যাক্স কার্ড ক্যাশব্যাক উপার্জনের জন্য যোগ্য হবে।

বিশেষ দ্রষ্টব্য: সিটি ব্যাংক কর্তৃপক্ষ যেকোনো সময় উপরোক্ত অফারে যেকোন পরিবর্তন আনতে পারে । বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য কল করুন সিটি ব্যাংক কল সেন্টারে। সিটি ব্যাংক কল সেন্টার এর তথ্য পেতে এখানে ক্লিক করুন........

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: