সুইফট কোড কী?

বিশ্বব্যাপী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে আর্থিক লেনদেন করতে এই সুইফট নেটওয়ার্ক ব্যবহার করা হয়সুইফট অত্যন্ত জনপ্রিয় ও নির্ভরযোগ্য একটি মাধ্যম। বিশ্বের ২০০ টি দেশের কেন্দ্রীয় ব্যাংক সুইফটের সদস্য । সুইফট সম্পর্কে আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.........

সুইফট কোড কী?
What is SWIFT Code?

সুইফট কোড (SWIFT Code) হলো সুইফট কর্তৃপক্ষ থেকে অনুমোদন প্রাপ্ত এমন একটি কোড যার মাধ্যমে নির্দিষ্ট দেশ, ব্যাংক এবং ব্যাংকের শাখা সনাক্ত করা হয় যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশের কোনো ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠায় তখন এই সুইফট কোডের প্রয়োজন হয় সুইফট কোড ব্যাংক আইডেন্টিফায়ার কোড - বিআইসি (Bank Identifier Code – BIC) হিসাবেও পরিচিত।

সুইফট কোড টি বর্ণ অথবা ১১টি ক্যারেক্টার নিয়ে গঠিত যখন বর্ণের কোড দেওয়া হয়, তখন প্রথম চার বর্ণকে প্রাথমিক ব্যাংক বা অফিস বোঝায় এর পরের দুই বর্ণ দিয়ে দেশ শেষের দুই বর্ণ দিয়ে স্থান নির্দিষ্ট শহরকে নির্দেশ করে তবে যখন ১১ টি ক্যারেক্টার দেওয়া হয় তখন টি বর্ণের সাথে অতিরিক্ত টি লেটার বা ডিজিট দিয়ে নির্দিষ্ট শাখাকে বোঝানো হয় ব্যাংকিং লেনদেনের জন্য এই অতরিক্ত লেটার বা ডিজিট হলো ঐচ্ছিক, কোন প্রতিষ্ঠান যদি শেষের এই ক্যারেক্টার ব্যবহার না করে তাহলেও কোনো  সমস্যা হবে না

আমরা যদি ৮ বর্ণের সুইফট কোড লক্ষ্য করি তাহলে দেখতে পাই CIBLBDDH অর্থাৎ এখানে CIBL দিয়ে সিটি ব্যাংক কে বুঝানো হয়েছে। BD দিয়ে নির্দেশ করে বাংলাদেশ DH হলো ঢাকা । আবার ক্যারেক্টার সম্বলিত সুইফট কোড যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই EXBKBDDH007 । এখারে যথারীতি EXBKB দিয়ে এক্সিম ব্যাংক, BD দিয়ে বাংলাদেশ, DH দিয়ে ঢাকাকে বোঝানোর পর ০০৭ দিয়ে যেটি বোঝানো হচ্ছে তা হচ্ছে এক্সিম ব্যাংক গুলশান শাখাকে।

আপনার ব্যাংকের সুইফট্ কোড জানতে এখানে ক্লিক করুন.......

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: