ব্যাংক রাউটিং নাম্বার কি?

ব্যাংক রাউটিং নাম্বার কি?

 

ব্যাংক রাউটিং নাম্বার কি?

রাউটিং নাম্বার হলো ৯ ডিজিটের এমন একটি ইউনিক কোড যা যেকেন ব্যাংকের যেকোন শাখার পরিচয় বহন করে। সাধারণত ব্যাংক চেকের পাতায়, চেক নম্বর এর বাম পাশে ডিজিটের ব্যাংক রাউটিং নম্বর মুদ্রিত থাকে। এমআইসিআর (ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডেবল) চেকের পাতায় যথারীতি বাম দিকে উপরের অংশ বরাবর ৯ ডিজিটের রাউটিং নম্বরটি মুদ্রিত থাকার পাশাপাশী চেকোর পাতার সিগনেচার লাইনের নিচে অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বরের পাশাপাশি রাউটিং নাম্বারটিও মুদ্রিত থাকে।   

সকল ব্যাংকের প্রতিটি শাখার জন্য ইউনিক রাউটিং নাম্বার হয়ে থাকে, যা দিয়ে সহজেই একটি ব্যাংকের নির্দিষ্ট কোন ব্রাঞ্চকে সহজেই আইডিন্টিফাই করা যায় । ব্রাঞ্চ নির্ধারন ছাড়াও আন্তব্যাংক চেক ট্রান্সফার, চেক ডিপোজিট, ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার, অনলাইন পেমেন্ট, চেক ক্লিয়ারিং, বিইএফটিএন, এনপিএসবি, আরটিজিএস ফান্ড ট্রান্সফার ইত্যাদি কাজে ব্যাংক রাউটিং নম্বর এর উপযোগিতা অপরিহার্য

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: