ইবিএল ইউনিয়নপে ড্রাগন প্রিপেইড কার্ড | EBL UnionPay Dragon Prepaid Card

ইবিএল ইউনিয়নপে ড্রাগন প্রিপেইড কার্ড | EBL UnionPay Dragon Prepaid Card

 

ইবিএল ইউনিয়নপে ড্রাগন প্রিপেইড কার্ড | EBL UnionPay Dragon Prepaid Card

ইবিএল ইউনিয়নপে ড্রাগন প্রিপেইড কার্ড ইস্টার্ন ব্যাংক লিমিটেডের একটি ইএমভি (EMV) চিপ দ্বরা সুরক্ষিত ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড। দেশব্যাপী ইবিএল এর যেকোন শাখা থেকে কোন একাউন্ট ছাড়াই এই কার্ডটি নেওয়া যাবে । কার্ডটিতে থাকছে দৈনিন্দিন প্রয়োজনীয় লেনদেনগুলো অনায়াসে করার সুবিধা ও পাশাপাশি ফান্ড রিলোডিং এর সুবিধাতো থাকছেই।

ইবিএল ইউনিয়নপে ড্রাগন প্রিপেইড কার্ড এর সুবিধা
Benefits of EBL UnionPay Dragon Prepaid Card

·        ইএমভি (EMV) চিপ সম্বলিত ডুয়েল কারেন্সি প্রিপেইড কার্ড ।

·        শতাধিক মার্চেন্ট পার্টনার থেকে কেনাকাটায় ডিসকাউন্ট সুবিধা

·        স্থানীয় ও আন্তর্জাতিক মুদ্রায় কেনাকাটার সুবিধা

·        বিশ্বব্যাপী ইউনিয়নপে এর লোগো সম্বলিত এটিএম সমূহ থেকে দ্রুত ক্যাশ অ্যাকসেস

·        উপভোগ করুন ব্যাংকিং সুবিধা ব্যাংক একাউন্ট ছাড়াই

·        অনলাইন বিল পেমেন্ট সুবিধা

·        ইবিএল এর যেকোন শাখা থেকে চার্জ ছাড়াই রিলোডিং এর সুবিধা

·        প্রতিটি ট্রানজাকশন এর জন্য এসএমএস অ্যালার্ট সুবিধা

ইবিএল ইউনিয়নপে ড্রাগন প্রিপেইড কার্ড এর ফি সূমহ:

·        কার্ড ইস্যুয়েন্স ফি – ১০০০ টাকা+ বিধি মোতাবেক ভ্যাট প্রজেয্য (৩ বছরের জন্য)

·        এসএমএস এলার্ট ফি – ২০০ টাকা+ বিধি মোতাবেক ভ্যাট প্রজেয্য

·        ইবিএল এটিম ক্যাশ উত্তোলন ফি – ফ্রি

·        কার্ড রিপ্লেসমেন্ট – ৫০০+ বিধি মোতাবেক ভ্যাট প্রজেয্য

·        পিন রিপ্লেসমেন্ট - ৫০০+ বিধি মোতাবেক ভ্যাট প্রজেয্য

ইবিএল ইউনিয়নপে ড্রাগন প্রিপেইড কার্ড পাওয়ার প্রক্রিয়া ও প্রয়োজনীয় ডকুমেন্টস:

·        সংশ্লিষ্ট আবেদন ফর্মটি পূরণ করতে হবে।

·        দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

·        বৈধ ফটো আইডির ফটোকপি (মূল কপি প্রদর্শন করা প্রয়োজন হতে পারে)

·        ডলার এন্ডোর্সমেন্ট এর জন্য বৈধ পাসপোর্ট ।

·        গ্রাহকের কেওয়াইসি ফর্ম ।

(ব্যাংক প্রয়োজন অনুসারে অন্যান্য ডকুমেন্ট চাইবার অধিকার সংরক্ষণ করে)

উল্লেখিত ডকুমেন্ট সূমহ নিয়ে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের যে কোন শাখায় থেকে এই কার্ডটি নেওয়া যাবে। এটি একটি ইনস্ট্যান্ট কার্ড, তাই আবেদন করার পরপরই কার্ডটি হাতে পাওয়া যাবে। ফরেন পার্ট ব্যবহার করতে হলে অবশ্যই বৈধ পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে হবে । এবং কার্ডটির ফরেন পার্ট ব্যাংকের কল সেন্টার থেকে চালু করে নিতে হবে। এন্ড্রোসমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন……..

কার্ডটি সম্পর্কিত বিভিন্ন তথ্যের জন্য ইস্টার্ন ব্যাংক লিমিটেড কল সেন্টারে যোগাযোগ করুন লিমিটেডের তথ্যের জন্য এখানে ক্লিক করুন………….

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


0 Comments: