
এটিএম বুথ ব্যবহারে সুরক্ষা টিপস | Safety tips for using ATM Booth
এটিএম বা Automated Teller Machine (ATM) এর ব্যবহার আমাদের প্রত্যাহিক জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে । এটিএম আমাদের জীবনকে অত্যান্ত সহজ করেছে, আমাদের প্রয়োজনীয় আর্থিক চাহিদাগুলো তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে আমাদের চারপাশে ছায়ার মতো দিন-রাত বিরতিহীন সেবা প্রদান করে যাচ্ছে। সাধারনত ব্যাংকে আমাদের কষ্টার্জিত উপার্জন গচ্ছিত থাকে এবং ব্যাংকের ইস্যুকৃত এটিএম কার্ড আমাদের গচ্ছিত টাকা উত্তোলনের একটি মাধ্যম। আমরা এটিএম বুথ থেকে কার্ড দিয়ে আমাদের একাউন্টের গচ্ছিত টাকা ক্যাশ উত্তোলন করে থাকি। তাই আমাদের আর্থিক নিরাপত্তার স্বার্থেই এটিএম বুথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত বা আমাদের আর্থিক নিরাপত্তার স্বার্থে যেসকল বিষয়গুলো পরিহার করা এবং প্রয়োজন অনুযায়ী যেসব পদক্ষেপ গ্রহণ করা জরুরি সে সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ করে সম্প্রতি আমাদের দেশের বেশ কিছু এটিএম কেলেঙ্কারী ঘটে গেছে। আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আর না হই সেজন্য এটিএম বুথ ব্যবহারে নিরাপত্তা মূলক বৈশিষ্ট্যগুলো অনুসরণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এ পর্যায়ে আমরা এটিএম বুথের নিরাপত্তা সম্পর্কিত কিছু তথ্য সম্পর্কে জানার চেষ্টা করব ।
·
সব সময় চেষ্টা করুন আপনার কার্ড ইস্যুয়ারের এটিএম
বুথ ব্যবহার করার জন্য । অন্য কোন এটিএম বুথ ব্যবহারের সময় আপনার কার্ড নেটওয়ার্ক প্রোভাইডারের
লোগো সম্বলিত এটিএম বুথ ব্যবহার করুন।
·
এটিএম ব্যবহারের পূর্বে আপনার চারপাশ পর্যবেক্ষণ
করুন। যদি কোনো কিছু সন্দেহজনক মনে হয় তবে আপনার লেনদেন বাতিল করুন এবং তৎক্ষণাৎ জায়গাটি
ত্যাগ করুন।
·
এটিএম ব্যবহারের সময় স্ক্রিন এবং কীবোর্ড ঢেকে
রাখুন যাতে করে অপেক্ষারত অন্য ব্যক্তিরা আপনার পিন বা লেনদেনের পরিমাণ দেখতে না পারে
।
·
যদি মনে হয় এটিএম মেশিনটিতে কোন অস্বাভাবিকতা
রয়েছে, তাহলে সেটি ব্যবহার করা থেকে বিরত থাকুন (এমন হতে পারে যে, অপরাধী আপনার কার্ডের
তথ্য চুরি করতে এটিএমের সাথে “স্কিমার”সংযুক্ত
করেছে) এবং দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডকে অবহিত করুন ।
·
যদি কোনো ব্যক্তি আপনাকে এটিএম ব্যবহারে সহযোগিতা
করতে চায় তবে তা প্রত্যাখ্যান করুন ।
·
এটিএম ব্যবহারের পূর্বে, কার্ডটি প্রস্তুত রাখুন
-আপনার মানিব্যাগ বা ব্যাগে কার্ড খোঁজা থেকে বিরত থাকুন ।
·
এটিএম এ দীর্ঘ সময় দাঁড়িয়ে টাকা গণনা করা থেকে
বিরত থাকুন । আপনার নগদ টাকা, কার্ড এবং রসিদ তৎক্ষণাৎ রেখে দিন ।
·
এটিএম এ গাড়ি নিয়ে গেলে গাড়ির দরজা লক রাখুন,
অন্য জানালাগুলো ও ইঞ্জিনটি বন্ধ করুন, কোনো মূল্যবান জিনিস এবং চাবি সাথেই রাখুন ।
·
আপনার লেনদেন শেষ করার পরে, আপনার কার্ড, নগদ টাকা
এবং কোনো প্রিন্টেড ডকুমেন্ট (যেমনঃ রসিদ) সাথে নিতে ভুলবেন না ।
·
আপনার রসিদটি নিতে ভুলবেন না – এটি আপনার সাথে
রাখুন। এটিএম রসিদ গুলো আপনার মাসিক স্টেটমেন্টের সাথে মিলিয়ে দেখুন ।
·
এটিএম থেকে টাকা উত্তোলনের পরে, যদি কেউ আপনাকে
অনুসরণ করে, জনবহুল এবং কোলাহলপূর্ণ জায়গায় চলে যান এবং পুলিশকে কল বা অবহিত করুন।
·
কার্ড ইস্যুয়ারের নিরাপত্তা নীতিগুলো অনুসরণ করুন
।
আপনার লেনদেনটি শুভ হোক।
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: