কার্ডের পিন সংরক্ষণে প্রতিরোধমূলক ব্যবস্থা | How do I keep my PIN number safe?

কার্ডের পিন সংরক্ষণে প্রতিরোধমূলক ব্যবস্থা | How do I keep my PIN number safe?

 

কার্ডের পিন সংরক্ষণে প্রতিরোধমূলক ব্যবস্থা |How do I keep my PIN number safe?

ডেবিট বা ক্রেডিট কার্ডের ৪ ডিজিটের পিন নাম্বারের মধ্যে লুকায়িত আমাদের অনেকের স্বপ্ন । বর্তমানে আমরা অনেকেই এখন আর ক্যাশ টাকা বহন করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। আমরা এখন হোটেল রেস্টুরেন্ট, সুপারশপ সহ অনেক ক্ষেত্রেই খরচের টাকা কার্ডের মাধ্যমে পরিশোধ করতেই অধিক স্বাচ্ছন্দ্যবোধ করি । এটি যেমন আমাদের নগদ টাকা বহনের ঝুঁকি কমিয়েছে, তেমনি আমাদের জীবনকে আরও সহজ করে দিয়েছে । আমাদের ব্যক্তিগত সঞ্চয় বা আর্থিক নিরাপত্তার জন্য আমরা আমাদের ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন নম্বরের নিরাপত্তার স্বার্থে কিছু সতর্কতামূলক দৃষ্টি রাখলেই আমরা স্বাচ্ছন্দে ও স্বতঃস্ফূর্তভাবে ডিজিটাল ব্যাংকিং এর সকল সুবিধা উপভোগ করতে পারব এবং আমাদের স্বপ্নের কাঙ্খিত ক্যাশলেস গড়ে তুলতে সক্ষম হব ।

ডেবিট/ক্রেডিট কার্ডের পিন নাম্বরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করে নিরাপদ থাকতে পারি:  

·        আপনার কার্ডের (ডেবিট / ক্রেডিট / প্রিপেইড) চার ডিজিটের পিন নম্বরটি কোথাও কখনো লিখে না রেখে, সবসময় স্মরণ রাখুন।

·        এমন পিন নির্ধারণ করুন যা আপনার পক্ষে মনে রাখা সহজ তবে অন্যের জন্য অনুমান করা কষ্টসাধ্য।

·        আপনার ব্যাক্তিগত আইডি, জন্ম তারিখ, ফোন নম্বর, এনআইডি এই জাতীয় নম্বর গুলো কার্ডের পিন হিসাবে ব্যবহার করবেন না।

·        একাধিক কার্ড থাকলে প্রতিটি কার্ডের জন্য ভিন্ন ভিন্ন পিন নির্ধারন করুন ।

·        পিওএস মেশিনে আপনি নিজেই আপনার কার্ডের পিন ইনপুট দিন ।

·        কখনও আপনার পিন নম্বর অন্যের নিকট শেয়ার করবেন না।

·        কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা কোনো বিক্রেতা আপনার পিন জানতে বা জিজ্ঞাসা করতে পারে না। এটি কেবল আপনিই জানবেন।

·        পিন নাম্বার মাঝে মাঝে পরিবর্তন করুন ।

·        পিন নাম্বার সেট করার পূর্বে ব্যাংকের দেওয়া নীতিমালা অনুসরণ করুন।

·        কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তোলার সময় আপনি একাই বুথে প্রবেশ করুন ও অন্য কাউকে সাথে নেওয়ার অভ্যাস পরিহার করুন ।

·        এটিএম বুথে কার্ডের পিন নাম্বার প্রদান করার সময় হাত দিয়ে কিপ্যাড ঢেকে রাখুন।

·        টাকা উত্তোলন শেষে দ্রুততার সাথে আপনার কার্ডটি রিসিভ করুন এবং নিরাপদ এর সাথে তা সংরক্ষন করুন ।

সম্মানিত সুধী, ডিজিটাল ব্যাংকিং আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ, অভিশাপ নয় । আমরা কেবল একটু সতর্কতার সাথেই পদ্ধতি গুলো ব্যবহার করলে এর পরিপূর্ণ তৃপ্তি অনুভব করতে পারব। আপনার লেনদেনটি শুভ হোক ।

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......

0 Comments: