
ইউসিবি ভিসা বিজনেস ক্রেডিট কার্ড | UCB Visa Business Credit Card
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)বিজনেস পার্সনদের (Business Person) জন্য ডিজাইন করেছে বিশেষ সুবিধা সম্বলিত ক্রেডিট কার্ড যে ইউসিবি ভিসা বিজনেস ক্রেডিট কার্ড (UCB Visa Business Credit Card) নামে পরিচিত।
ইউসিবি ভিসা বিজনেস
ক্রেডিট কার্ড এর সুবিধা
Benefits of
UCB Visa Business Credit Card
·
কার্ডটি ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে প্রথম দুটি
পিওএস বা ই-কমার্স লেনদেনের জন্য ২০% হারে সবোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যক ।
·
নির্দিষ্ট ফুয়েল স্টেশনগুলোতে ৫% ক্যাশব্যাক বছরে
১৫০০ টাকা পর্যন্ত ।
·
কার্ডের ফি ১ম বছরের ফ্রি ও দ্বিতীয় বছর থেকে
৬০০০ রিওয়ার্ড পয়েন্ট এর বিনিময়ে মওকুফ করা যাবে।
·
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় ইউসিবি
ইন্টারন্যাশনাল ইম্পেরিয়াল এয়ারপোর্ট লাউঞ্জে (UCB International Imperial
Airport Lounge) ৩ জন সঙ্গীসহ কার্ডধারীদের জন্য বিনামূল্যে প্রবেশাধিকার।
·
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা),
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (চট্টগ্রাম), কক্সবাজার বিমানবন্দর (কক্সবাজার) এবং
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (সিলেট) এ ২ জন সঙ্গীর সাথে কার্ডধারীদের জন্য ইউসিবি
ডোমেস্টিক ইম্পেরিয়াল এয়ারপোর্ট লাউঞ্জে (UCB Domestic Imperial Airport Lounge)
বিনামূল্যে প্রবেশাধিকার।
·
একটি ক্যালেন্ডার বছরে তিনটি প্রায়োরিটি লাউঞ্জে অ্যাক্সেস ।
·
শীর্ষস্থানীয় প্রধান ফাইভ স্টার চেইন হোটেলে ১-এর
জন্য ২-এর জন্য কম্পলিমেন্টারি ডিল উপভোগ করার সুবিধা।
·
কার্ড দিয়ে প্রতিটি লেনদেনের জন্য এসএমএস অ্যালার্ট
প্রাপ্তির সুবিধা ।
· সার্বক্ষণিক কল সেন্টার সেবা
ইউসিবি ভিসা বিজনেস ক্রেডিট কার্ড সম্পর্কিত অন্যান্য তথ্যের জন্য কল করুন ইউসিবি কল সেন্টারে । ইউসিবি কল সেন্টারের তথ্য পেতে এখানে ক্লিক করুন.......
► সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... ⟲ |
এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন.......... All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details...... | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
0 Comments: