পদ্মা বহুমুখী সেতু প্রকল্প

পদ্মা বহুমুখী সেতু প্রকল্প

পদ্মা বহুমুখী সেতু প্রকল্প

 পদ্মা সেতু । বাংলাদেশের মানুষের স্বপ্নের সেতু। পদ্মা নদীর উপর নির্মিত এই বহুমুখী সড়ক ও রেল সেতুর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। দুই স্তর বিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেডের অধীনস্থ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ মূল সেতু নির্মানের ঠিকাদার। পদ্মা সেতু প্রকল্পের কিছু সাধারন তত্থ্য নিম্নে প্রদান করা হলো:

প্রকল্পের নাম: পদ্মা বহুমুখী সেতু 
Padma Multipurpose Bridge Project

·        কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু : নভেম্বর ২০১৪ ।
·        কাজ সমাপ্তির সময়: জুন ২০২২ ।
·        রক্ষণাবেক্ষক : বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ।
·        নির্মাণকারী: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ
·        সেতুর দৈর্ঘ্য: ৬.১৫ কি: মি: ।
·        পদ্মা সেতুর প্রস্থ: ১৮.১০ মিটার (৫৯.৪ ফুট)
·        পদ্মা সেতুর লেন সংখ্যা: ৪ লেনের সড়ক ।
·        পদ্মা সেতু রেললাইন : নিচতলায় রেল সড়ক ।
·        পদ্মা সেতু ভায়াডাক্ট : ৩.১৮ কি: মি: ।
·        পদ্মা সেতুর সংযোগ সড়ক : উভয় প্রান্তে ১৪ কিলোমিটার ।
·        নদী শাসন: দুই পাড়ে ১২ কি: মি: ।
·        মূল সেতুতে মোট ব্যয় : ২৮ হাজার ৭ শত ৯৩ কোটি ৩৯ লাখ টাকা ।
·        নদী শাসন বাবদ ব্যয়: ৮ হাজার ৭ শত ৭ কোটি ৮১ লাখ টাকা ।
·        পদ্মা সেতু প্রকল্পের জনবল: প্রায় ৪ হাজার ।
·        পদ্মা সেতু মোট ভায়াডাক্ট পিলার: ৮১ ‍টি।
·        পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা: ৬০ ফুট ।
·        পদ্মা সেতুর পাইলিং গভীরতা: ৩৮৩ ফুট ।
·        প্রতি পিলারের জন্য মোট পাইলিং সংখ্যা: ৬ টি ।
·        পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা: ২৬৪ টি ।
·        পদ্মা সেতুর আনুষঙ্গিক সুবিধা: গ্যাস-বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সুবিধা ।
·        পদ্মা সেতুর মোট পিলার সংখ্যা: ৪২ টি ও স্প্যান ৪১টি।
·        পদ্মা সেতু উদ্বোধনের তারিখ: ২৫ শে জুন ২০২২ ।
·        পদ্মা সেতু প্রকল্প চলমান সময়ে নেতৃত্বাধীন সরকার: বাংলাদেশ আওয়ামী লীগ ।
·        পদ্মা সেতুর উদ্বোধনকারী: শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় সংসদ ।

 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 


এই আর্টিকেলের তথ্য ও বিষয়বস্তু পূর্ব-প্রকাশিত উৎস থেকে গৃহীত হয়েছে বা তার আলোকে সম্পাদিত হয়েছে। উক্ত তথ্যের দায়ভার কোনভাবেই আমাদের নয়। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন..........

All information and data used in this article collected from a pre-published source. We are not responsible for that information. Read details......

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


তথ্যসূত্র:
·         উইকিপিডিয়া
·         পদ্মা সেতু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট 

0 Comments: