
এমটিবি ব্রিক বাই ব্রিক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর একটি মাসিক ডিপোজিট স্কিম। যেকোন ব্যক্তি মাসিক ভিত্তিতে ডিপোজিট করে মেয়াদান্তে আকর্ষনীয় ইন্টারেস্ট রেট সহ একটি আকর্ষণীয় অ্যামাউন্ট পাওয়া যাবে এই ডিপোজিট স্কিম এর মাধ্যমে। এই স্কিমটি স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য পরিকল্পনা করা হয়েছে। এই স্কিমের মাধ্যমে যেকোন ব্যক্তি মাসিক ভিত্তিতে ডিপোজিট করে আকর্ষণীয় ইন্টারেস্ট রেটে মেয়াদ শেষে একটি আকর্ষণীয় অ্যামাউন্ট পাওয়া যাবে । এমটিবি ব্রিক বাই ব্রিক মাসিক ডিপোজিট স্কিমটি মাসিক কিস্তি ২৫০ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০০ টাকা করে ৩, ৫, ৮ অথবা ১০ বছরের জন্য খোলা যাবে। একজন ব্যাক্তি এক বা একাধিক স্কিম খুলতে পারবেন।
এমটিবি ব্রিক বাই ব্রিক মাসিক ডিপোজিট স্কিম এর সুবিধা সূমহ নিম্নরুপ:
·
মাসিক কিস্তি ২৫০ টাকা থেকে স্কিম খোলা যাবে।
·
স্কিমটি একজন গ্রাহক ৩/৫/৮/১০ বছরের জন্য ওপেন করতে পারবেন। একজন গ্রাহকের নামে একের অধিক একাউন্ট একই ব্র্যাঞ্চে ওপেন করা যাবে।
·
গ্রাহক তার জমাকৃত অর্থের ৯০% পর্যন্ত লোন সুবিধা নিতে পারবেন। লোনের পরিমাণ ২৫,০০০ টাকার বা তার অধিক হতে হবে।
·
গ্রাহক তার জমাকৃত অর্থের ৮০% পর্যন্ত ক্রেডিট লিমিট সহ ক্রেডিট কার্ড সুবিধা নিতে পারবে। ক্রেডিট লিমিট ১০,০০০ টাকার কম হতে পারবে না।
·
এমটিবি অ্যাকাউন্ট থেকে স্ট্যান্ডিং অর্ডারের মাধ্যমে
সংক্রিয়ভাবে কিস্তি পরিশোধের সুবিধা রয়েছে। যার ফলে মাসিক কিস্তি পরিশোধের জন্য প্রতিবার
ব্রাঞ্চে আসার প্রয়োজন নেই।
·
এই স্কিমের কিস্তির টাকা প্রতি মাসের ২০ তারিখের মধ্যে নগদ/চেকের মাধ্যমে এমটিবির যেকোন
শাখা থেকে কোন প্রকার চার্জ ছাড়াই প্রদান করা যাবে।
· প্রয়োজনে বা গ্রাহক চাইলে অগ্রিম কিস্তির টাকা প্রদান করতে পারবেন, তবে এর জন্য কোন অতিরিক্ত ইন্টারেস্ট প্রদান করা হবে না।
এমটিবি ব্রিক বাই ব্রিক মাসিক ডিপোজিট স্কিম এর শর্তাবলীঃ
- একজন প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী নাগরিক এককভাবে অথবা সম্মিলিতভাবে এই একাউন্ট খোলা যাবে।
- নাবালকের ক্ষেত্রে তার অভিভাবক তার পক্ষ হয়ে এই একাউন্ট ওপেন করতে পারবেন। তবে সেক্ষেত্রে নাবালক একাউন্টের নিয়ম মেনে একাউন্ট পরিচালনা করতে হবে।
- এই স্কিমের মাসিক কিস্তির পরিমাণ হবে ২৫০.০০ টাকা, ৫০০.০০ টাকা, ১,০০০.০০ টাকা , ২,০০০.০০ টাকা ৫,০০০.০০ টাকা এবং ৫০০.০০ টাকার গুণনীয়ক।
- সময়মত কিস্তির টাকা প্রদানে ব্যর্থ হলে প্রতি মাসে কিস্তির টাকার উপর ২% হারে বা ব্যাংকের প্রচলিত চার্জ অনুযায়ী ইন্টারেস্ট চার্জ করা হবে।
- কোন গ্রাহক যদি পরপর ৩ কিস্তি প্রদানে ব্যর্থ হলে ডিপোজিটরের একাউন্ট বন্ধ হয়ে যাবে এবং পরিশোধযোগ্য টাকা ডিপোজিট স্কিমের সাথে লিংক করা একাউন্টে ট্র্যান্সফার করা হবে অথবা ব্যাংকের প্রচলিত নিয়ম অনুসারে তা নিষ্পত্তি করা হবে।
- যদি গ্রাহক তার জমা কৃত অর্থ দুটো মেয়াদ পূর্তির মাঝামাঝি সময়ে অর্থাৎ ৩ থেকে ৫ বছর, ৫ থেকে ৮ বছর, ৮ থেকে ১০ বছর এর মাঝামাঝি উত্তোলন করে নিতে চায় সেক্ষেত্রে সে তার পূর্ববর্তী মেয়াদ পূর্তির সমান সমস্ত অর্থ পাবেন এবং বাকি অ্যামাউন্টের উপর সেভিংস রেটে ইন্টারেস্ট পাবে।
- গ্রাহক মৃত্যুবরণ করলে স্কিমটি বন্ধ হয়ে যাবে এবং ব্যাংকের নিয়মানুসারে জমাকৃত অর্থ এবং প্রদেয় ইন্টারেস্ট একাউন্টের নমিনিকে প্রদান করা হবে।
- সরকারি নিয়মানুসারে মেয়াদান্তে প্রদেয় টাকা থেকে উপর উৎস ট্যাক্স এবং আবগারি শুল্ক কেটে নেয়া হবে।
- অন্যান্য বিধি ও শর্তাবলী বাংলাদেশে প্রচলিত আইনের অধীনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিধিবিধান দ্বারা পরিচালিত হবে।
- প্রয়োজনে ব্যাংক এই স্কিমের যেকোন নিয়ম/ পদ্ধতি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
এমটিবি ব্রিক বাই ব্রিক মাসিক ডিপোজিট স্কিম খোলার পদ্ধতি:
আপনার জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট সাইজের
রঙ্গিন, ছবি সোর্স অফ ইনকাম/জব আইডি, টিন সার্টিফিকেট সংক্রান্ত তথ্য,নমিনীর জাতীয়
পরিচয় পত্র ও ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সহ আপনার নিকটস্থ এমটিবি শাখা ভিজিট
করে নির্ধারিত ফরমটি পূরন করে সহজেই স্কিমটি খুলে নিতে পারবেন। ডিপিএস স্কিম খোলার
জন্য ব্যাংক অনেক সময় সেভিংস বা কারেন্ট একাউন্ট বাধ্যতামূলক খুলতে বলে। যদি সংশ্লিষ্ট
শাখা সেভিংস বা কারেন্ট একাউন্ট খোলা বাধ্যতামূলক করে সেক্ষেত্রে হয়তো আপনাকে সেভিংস
বা কারেন্ট একাউন্ট খোলার প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে সেভিংস বা কারেন্ট একাউন্ট
খোলার জন্য অতিরিক্ত ডকুমেন্ট প্রদান করার প্রয়োজন হতে পারে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও পরামর্শের জন্য
যেকোনো সময় কল করুন এমটিবি কন্টাক্ট সেন্টারে। এমটিবি কল- সেন্টারের তথ্য জানতে এখানে ক্লিক করুন.........
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |
তথ্যসূত্র: এমটিবি অফিশিয়াল ওয়েবসাইট
0 Comments: