এমডিবি প্রিপেইড কার্ড

এমডিবি প্রিপেইড কার্ড

এমডিবি প্রিপেইড কার্ড

নগদ টাকা বহনের দিন শেষ। মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) নিয়ে এসেছে ডুয়েল কারেন্সি ভিসা প্রিপেইড কার্ড। মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এই কার্ডটি যেকোন শাখা থেকে কোন প্রকার চার্জ ছাড়াই প্রদান করছে।এটি একটি ভিসা ব্রান্ডের প্রিপেইড কার্ড। আপনার ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে তোলার জন্য এমডিবি প্রিপেইড কার্ড আপনাকে দিচ্ছে বিশ্বব্যপী স্বাধীনতা।  

এমডিবি প্রিপেইড কার্ডের সুবিধা:

·        কোন কার্ড ইস্যু ফি নেই।

·        সুদমুক্ত প্রিপেইড কার্ড।

·        কোনো বিলম্বের চার্জ নেই।

·        ঝুকি নিয়ে বৈদেশিক মুদ্রা বহন করা থেকে মুক্তি ।

·        স্থানীয় মুদ্রা ও বৈদেশিক মুদ্রায় ই-কমার্স কেনাকাটার সুযোগ।

·        বিশ্বব্যাপী ভিসা-লোগো সম্বলিত এটিএম থেকে সম্পূর্ণ ব্যালেন্স উত্তোলনের সুবিধা।

·        অ্যাকাউন্ট ট্রান্সফার, এটিএম এবং BEFTN এর মাধ্যমে অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার সুবিধা।

·        প্রতিটি লেনদেনের জন্য বিনামূল্যে এসএমএস এলার্ট সুবিধা ।

এমডিবি ভিসা প্রিপেইড কার্ডের ফি সূমহ:

·        ইস্যু ফি/বার্ষিক ফি/নবায়ন ফি:  ফ্রি

·        পিন রিপ্লেসমেন্ট ফি : ২০০ টাকা

·        কার্ড রিপ্লেসমেন্ট ফি : ২০০ টাকা

·        প্রাথমিক লোড/রিলোড ফি:  ফ্রি

এটিএম থেকে ক্যাশ উত্তোলনের ফি সূমহ:

·        এমডিবি এটিএম থেকে: ফ্রি

·        এনপিএসবি এটিএম থেকে: ১৫ টাকা (প্রতি লেনদেনের জন্য)

·        কিউক্যাশ এটিএম নেটওয়ার্ক: ১০ টাকা (প্রতি লেনদেনের জন্য)

·        ভিসা নেটওয়ার্ক: ৩০ টাকা (প্রতি লেনদেনের জন্য)

·        বিদেশে যেকোন এটিএম থেকে – ১ ইউএস ডলার

·        সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপনের জন্য ভ্যাট লেনদেনের পরিমাণের ১৫%

·        কার্ড ক্লোজিং ফি: ২০০ টাকা

·        অব্যবহৃত ব্যালেন্স ফেরত:

* কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর কার্ডে থাকা ব্যালেন্স দাবি করা হলে ২০০ টাকা চার্জ করে অবশিষ্ট ব্যালেন্স ফেরত দেওয়া হবে।

* কার্ডে ব্যালেন্স ২০০ টাকার নিচে থাকলে কার্ডের মেয়াদ শেষ হওয়ার পরে, একই ভাবে বাজেয়াপ্ত করা হবে।

* সকল লেনদেনের উপর বিধি মোতাবেক ভ্যাট প্রজেয্য।

এমডিবি প্রিপেইড কার্ডধারীদের জন্য বিশেষ দ্রষ্টাব্য:

·        কার্ডধারীকে বাংলাদেশী টাকা এবং ইউএসডি রিলোডের জন্য আলাদা পেমেন্ট স্লিপ ব্যবহার করতে হবে।

·        এমডিবি সেভিংস্/কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারগন প্রিপেইড কার্ডে ইনস্ট্যান্ট ফান্ড রিলোড করার জন্য মিডল্যান্ড ব্যাংকের ইন্টানেট ব্যাংকিং চ্যানেল “মিডল্যান্ডঅনলাইন” এর অ্যাপ অথবা ওয়েব পোর্টাল ব্যাবহার করতে পারবেন। মিডল্যান্ড ব্যাংকের ইন্টানেট ব্যাংকিং পোর্টাল এ প্রবেশ করতে এখানে ক্লিক করুন.........

·        ই-কমার্স লেনদেনের জন্য কল সেন্টারে কল করে অপশনটি সচল করে নিতে হবে।

·        সর্বনিম্ন এবং সর্বোচ্চ লোডিং পরিমাণ স্থানীয় মুদ্রায় ১০০০/= ও ৫০০,০০০/= বা সমপরিমান ইউএস ডলার।

·        বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য প্রজেয্য ক্ষেত্রে মার্ক-আপ ফি যোগ করা হতে পারে। মার্কআপ ফি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন.......

·        যখনই এমডিবি প্রিপেইড কার্ডের মাধ্যমে কোনো লেনদেন হবে তখনই নিবন্ধিত মোবাইল নম্বরে বিনামূল্যে এসএমএস পাঠানো হবে। কোনো অননুমোদিত লেনদেনের ক্ষেত্রে অনুগ্রহ করে অনতিবিলম্বে এমডিবি কল-সেন্টারে যোগাযোগ করুন।

·        ফরেন পার্ট ব্যবহার করার জন্য অবশ্যই আপনার কার্ডটি বাৎসরিক ট্রাভেল কোটার বিপরীতে আপনার বৈধ পাসপোর্ট দিয়ে এন্ড্রোসমেন্ট থাকতে হবে। এন্ড্রোসমেন্ট সম্পর্কে বিস্তারিত এখানে ক্লিক করুন..........


কার্ডটি গ্রহন করার পদ্ধতি:

এমডিবি প্রিপেইড কার্ড গ্রহণের জন্য সর্বপ্রথম মিডল্যান্ড ব্যাংকের নিকটস্থ শাখা ভিজিট করুন এবং কর্তব্যরত অফিসারের নিকট আপনার ডকুমেন্টসগুলো পেশ করুন। কার্ডটি গ্রহণের জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে তা নিম্নরূপ:

·        আপনার বৈধ ফটো আইডির ফটোকপি যেমন জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স।

·        ইউটিলিটি বিলের ফটোকপি যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন, মোবাইল পোস্টপেইড বিল ইত্যাদি।

·        ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

·        প্রাথমিক ডিপোজিট হিসাবে আপনাকে আপনার কার্ডে ১০০০/= টাকা জমা করতে হবে। কার্ড অ্যাক্টিভেশনের পরে আপনি এটি উত্তোলন করতে পারবেন।

আপনি অনলাইনেও এই কার্ডের আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে এখানেক্লিক করুন. ......

এমডিবি ভিসা প্রিপেইড কার্ড এবং অন্যান্য এমডিবি পণ্য সম্পর্কে আরও তথ্য জানতে সরাসরি কল করুন এমডিবি ২৪/৭ কল সেন্টারে কল করুন। এমডিবি কল সেন্টার তথ্য পেতে এখানে ক্লিক করুন.........


সোর্স: এমডিবি ওয়েবসাইট


 সকল ক্যাটাগরী ব্রাউজ করতে এখানে ক্লিক করুন... 

ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......