Uclick হল ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) এর ই-কেওয়াইসি ভিত্তিক ডিজিটাল কাস্টমার অন-বোর্ডিং প্ল্যাটফর্ম। ইউক্লিক এর মাধ্যমে একজন গ্রাহক যেকোনো সময় যেকোনো স্থান থেকে ঘরে বসে ইউসিবি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারে ইউসিবি ব্যাংকের কোন শাখায় ভিজিট না করেই। যেকোনো বাংলাদেশী (যাদের বয়স ১৮ বছর বা তার বেশি)ও সাথে বৈধ এনআইডি থাকলে ইউক্লিক ব্যবহার করে ইউসিবিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। Uclick থেকে অ্যাকাউন্ট খুলতে কোনশাখা পরিদর্শনের প্রয়োজন নেই। গ্রাহকগন https://udb.ucb.com.bd/AOS/ ভিজিট করে তাদের ল্যাপটপ থেকে অথবা গুগল প্লে স্টোর থেকে Uclick অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলতে পারেন।
ইউক্লিক
অ্যাকাউন্ট এর সুবিধা ও অন্যান্য বৈশিষ্ট্য:
·
কোন শাখা পরিদর্শন না করেই অ্যাকাউন্ট ঘরে বসে
খোলার সুবিধা।
·
যে কোন স্থান থেকে এবং যেকোন সময় একাউন্ট খোলা
এবং সক্রিয় করার সুবিধা।
·
একই অ্যাপ/ওয়েব থেকে অ্যাকাউন্ট খোলার পর গ্রাহকরা
প্রাথমিক জমা দিতে পারবেন।
·
গ্রাহকদের তাদের ডেবিট কার্ড গ্রহনের জন্য কোন
শাখায় যাওয়ার প্রয়োজন নেই।
·
ডেবিট কার্ড গ্রহকের রেজিস্টার্ড ঠিকানায় পাঠিয়ে
দেওয়া হবে।
·
Uclick- এ শুধুমাত্র একক একাউন্ট খোলা যাবে। আপতত
জয়েন্ট একাউন্ট খোলার কোন সুবিধা নেই।
·
ইউসিবিতে চলমান একাউন্ট হোল্ডারগনও Uclick এ অ্যাকাউন্ট
খুলতে পারবেন।তবে আপনি Uclick এর মাধ্যমে শুধুমাত্র একটি সঞ্চয়ী অ্যাকাউন্ট খুলতে
পারেন।
·
জমা এবং উত্তোলনের জন্য প্রতি মাসে ১০০,০০০ টাকা
আলাদা লেনদেনের সীমা রয়েছে। এটাই, গ্রাহকরা প্রতি মাসে ১০০,০০০ টাকা এবং মাসে জমা দিতে পারবেন
·
এই একাউন্ট খোলার জন্য ১০০০ টাকা প্রাথমিক ডিপোজিট
করতে হবে।
·
ডিটোজিট ব্যাতিত এ্ই হিসাব সক্রিয় হবে না।
·
ইউসিবি এর যেকোন শাখা বা ক্যাশ রিসাইকেলার মেশিন
থেকে ডিপোজিট করা যাবে।
·
এই হিসাবের সাথে কোন চেক বই ব্যবহারের সুবিধা নেই।
· ইন্টারনেট ব্যাংকিং,এসএমএস এলার্ট সহ সব ধরনের ডিজিটাল সর্ভিস ব্যবহারের সুবিধা তো থাকছেই।
ইউক্লিক অ্যাকাউন্ট এর ফি সূমহ:
·
ডেবিট কার্ড (বাৎসরিক ফি) - ২৫০ টাকা
·
হিসাব রক্ষনাবেক্ষন ফি: ফ্রি
- সকল চার্জের সাথে বিধি মোতাবে ভ্যাট প্রযেজ্য।
Uclick সম্পর্কে আরো বিস্তারিত জানতে যেকোন
সময় কল করুন ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের ২৪/৭ কল সেন্টারে। ইউসিবি কল-সেন্টার
ও অভিযোগ সেলের তথ্য পেতে এখানে ক্লিক করুন……..
ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন [email protected] এই ঠিকানায়। | |||
আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ | |||
কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত....... |