সিটি ব্যাংক ফ্লেক্সি লোন

সিটি ব্যাংক ফ্লেক্সি লোন

 

সিটি ব্যাংক ফ্লেক্সি লোন

ফ্লেক্সিলোন এটি সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ও ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য একটি পরিষেবা। যেখানে ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা উত্তোলনের জন্য বর্তমানে ২০% ইন্টারেস্ট চার্জ করা হচ্ছে সেখানে ফ্লেক্সিলোনের আওতায় কোন টাকা উত্তোলন হলে তার ইন্টারেস্ট হচ্ছে ৯.৯৯%। ফ্লেক্সিলোন একটি ইএমআই লোন। এই লোন পাওয়ার জন্য কার্ডমেম্বারকে অবশ্যই ফ্লেক্সিলোনের জন্য নির্ধারিত লিস্টে অর্ন্তভুক্ত থাকতে হবে। ব্যাংক থেকে প্রতিমাসে এই লিস্ট প্রদান করা হয়ে থাকে । এটি কল-সেন্টার থেকে জেনে নিতে হয়। সিটি ব্যাংক কল সেন্টার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন…….

ফ্লেক্সিলোনের সুবিধা ও লোন পাওয়ার প্রক্রিয়া:

·        অবশ্যাই সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস বা ভিসা ক্রেডিট কার্ডমেম্বার হতে হবে।

·        দুই কর্মদিবসের মধ্যে লোন বিতরন করা হবে।

·        কার্ডমেম্বারকে অবশ্যই ফ্লেক্সিলোনের জন্য নির্ধারিত লিস্টে অর্ন্তভুক্ত থাকতে হবে।

·        যোগ্য কার্ডমেম্বারগণ সিটি ব্যাংক কল-সেন্টরের মাধ্যমে রিকয়েস্ট রাখতে হবে।

·        ফ্লেক্সিলোন হিসাবে মোট ক্রেডিট লিমিটের ৫০% পর্যন্ত নেওয়া যাবে।

·        ফ্লেক্সিলোন প্রসেসিং এর জন্য ২% সাথে বিধি মোতাবেক ভ্যাট প্রজেয্য হবে।

·        লোনের মেয়াদ ৬ থেকে ৩৬ মাস পর্যন্ত।

·        অন্যান্য শর্তাবলী প্রযেজ্য।

ইন্টারেস্ট রেট/ফি বা শর্তাবলী ব্যাংক কর্তৃক পরিবর্তিত হতে পারে। বিস্তারিত জানতে কল করুন সিটি ব্যাংকের ২৪/৭ কল সেন্টারে। সিটি ব্যাংক কল সেন্টারের তথ্যের জন্য এখানে ক্লিক করুন………..


ব্যাংকিং টাচে আপনাকে স্বাগতম। আমাদের উন্মুক্ত এই অনলাইন পরিষেবাকে সৃজনশীলতার মঞ্চ হিসেবে বাঁচিয়ে রাখতে বদ্ধ পরিকর। আমরা আপনাদের নিকট হতে ব্যাংকিং ও আর্থিক বিষয়ক শৈল্পিক, শিক্ষামূলক, ডকুমেন্টারি, গবেষণামূলক বা বৈজ্ঞানিক আলোচনা সংক্রান্ত কন্টেন্ট বা যেসব কন্টেন্ট থেকে জনগণ উপকৃত হন এমন সব কন্টেন্ট প্রত্যাশা করি। আপনার মূল্যবান কন্টেন্ট আমাদের কাছে পাঠাতে ই-মেইল করুন  [email protected] এই ঠিকানায়।

আপনার একটু সমর্থনই আমাদের এগিয়ে চলা ও আরও ভাল কিছু করার অনুপ্রেরণা যোগায়। আপনার মূল্যবান সমর্থনটি জানাতে ভিজিট করুন আমাদের সমাজিক যোগযোগের পেজগুলোতে ও লাইক, ফলো ও সাবস্ক্রইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

ফেসবুক

ইনস্ট্রাগাম

টুইটার

ইউটিউব

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিস্তারিত.......


 

0 Comments: